HomeBharatPM Modi: জয়ের পর প্রথমবার বাবা বিশ্বনাথ দর্শনে মঙ্গলে বারানসীতে প্রধানমন্ত্রী

PM Modi: জয়ের পর প্রথমবার বাবা বিশ্বনাথ দর্শনে মঙ্গলে বারানসীতে প্রধানমন্ত্রী

- Advertisement -

লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর, নরেন্দ্র মোদী (PM Modi) মঙ্গলবার প্রথমবারের মতো তার সংসদীয় এলাকা বারাণসীতে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী মোদী, যিনি বারাণসীর মানুষকে নিজের এবং কাশীকে তাঁর ‘নিজস্ব কাশী’ বলে বর্ণনা করেছেন, রাতের জন্য বেনারসে থাকবেন। বারাণসী পৌঁছানোর পর মেহেদিগঞ্জে কিষাণ সম্মান সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এর পরে, তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করবেন এবং দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতেও অংশ নেবেন। এ সময় উপস্থিত থাকবেন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচির বিষয়ে কথা বলতে বলতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে সরাসরি মেহেদীগঞ্জ জনসভাস্থলে যাবেন এবং কৃষকদের জনসভায় ভাষণ দেবেন। ২০ হাজার কোটি টাকার কিষাণ সম্মান নিধি ৯.২৬ কোটি উপকারভোগী কৃষকদের অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে স্থানান্তর করা হবে৷ এর পরে, স্বনির্ভর গোষ্ঠীর ৩০ হাজার মহিলাকেও শংসাপত্র দেওয়া হবে।

   

মাথা নত করবে বাবা বিশ্বনাথের দরবারে
মনোনয়নের আগে বাবা বিশ্বনাথ ও মা গঙ্গাকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর, তিনি মঙ্গলবার বাবা বিশ্বনাথের দরবারে আবারও মাথা নত করবেন এবং দশাশ্বমেধে মা গঙ্গার দর্শন করবেন এবং আরতিতেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী বারাণসীতে রাত্রি যাপন করবেন। পরের দিন অর্থাৎ বুধবার বিহারের নালন্দায় রওনা হবেন প্রধানমন্ত্রী মোদী।

ঢাক-ঢোলের তালে স্বাগত জানানোর প্রস্তুতি
কাশীর মানুষও বিজেপি কর্মীদের সঙ্গে জড়ো হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে। বিজেপি কর্মীরা লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি মেহেদিগঞ্জ গ্রামসভার স্থানে একটি জমকালো স্বাগত জানাবে। পুলিশ লাইন থেকে দশশ্বমেধ ঘাট পর্যন্ত পুরো যাত্রাপথে কাশীর মানুষের পাশাপাশি বিজেপি কর্মীরা শঙ্খ ফুঁকিয়ে এবং ঢোল, ড্রাম ও ডমরু সহ গোলাপের পাপড়ি বর্ষণ করে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। এবং বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেট।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular