পাটনা: বিহারের নির্বাচনী আবহে শনিবার ফের রাজনৈতিক ভাষণে আগুন ঝরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীতামারহির জনসভা থেকে আরজেডি ও মহাগঠবন্ধনকে নিশানা করে মোদীর অভিযোগ, “এরা চায় বিহারের যুবসমাজকে বন্দুক আর রংদারির পথে নামাতে। NDA দিচ্ছে কম্পিউটার আর খেলাধুলোর সুযোগ, আর ওরা কথা বলছে পিস্তলের!”
মোদীর তোপ, “ওদের লক্ষ্য নিজেদের সন্তানদের মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা সাংসদ করা; আর আপনাদের সন্তানদের বানাতে চায় গুন্ডা। বিহার সেই অন্ধকারে আর ফিরবে না। জঙ্গলরাজ মানে পিস্তল, নিষ্ঠুরতা, দুর্নীতি আর শত্রুতা। সেই দিন শেষ।”
স্থিতিশীল উন্নয়নই হোক বিহারের পথনির্দেশ
এদিন প্রধানমন্ত্রী নতুন স্লোগানও দেন, “নই চাইয়ে কাট্টা সরকার, ফির একবার NDA সরকার।” অর্থাৎ বন্দুকবাজ রাজনীতি নয়, স্থিতিশীল উন্নয়নই হোক বিহারের পথনির্দেশ।
আরজেডি-র নির্বাচনী প্রচার ও স্লোগান নিয়েও কড়া সমালোচনা করেন মোদী। তিনি বলেন, “ওদের প্রচার শুনলে গা শিউরে ওঠে। আরজেডি নেতারা শিশুদের দিয়ে বলাচ্ছে, তারা বড় হয়ে গুন্ডা হতে চায়! ভাবুন, ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোন পথে নিয়ে যেতে চায়।”
প্রধানমন্ত্রী এখানে ইঙ্গিত করেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর দিকে, যেখানে দেখা গিয়েছিল এক শিশুকে নির্বাচনী সভায় বন্দুক ও রংদারির কথা বলতে।
বিহারের ‘জঙ্গলরাজ’-এর প্রসঙ্গে মোদীর বক্তব্য ছিল আরও তীক্ষ্ণ, “জঙ্গলরাজ মানে কাট্টা, ক্রূরতা, কুসংস্কার আর দুর্নীতি। এই মানুষগুলো বিহারকে উন্নয়নের পথ থেকে সরিয়ে নষ্ট করতে চায়। উন্নয়নের কথা বলে ওরা শুধু মিথ্যে বিক্রি করছে।”
বিরোধীদের ‘বড় ধাক্কা’ PM Modi Bihar Jungle Raj
প্রথম দফার ভোটে ৬৫ শতাংশের বেশি ভোট পড়ায় তিনি দাবি করেন, বিহারের মানুষ ইতিমধ্যেই বিরোধীদের ‘বড় ধাক্কা’ দিয়েছেন। তাঁর ভাষায়, “আপনারা ভোটের মাধ্যমে এমন এক বার্তা দিয়েছেন, যা শুনে ওদের ঘুম উড়ে গেছে।”
প্রায় এক ডজন সভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি জনসভাতেই উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির বার্তা তুলে ধরছেন তিনি। সীতামারহিতেও বললেন, “বিহারের ভবিষ্যৎ বন্দুক নয়, বুদ্ধি ও ব্যবসায়। নতুন প্রজন্মের স্বপ্নই NDA-র শক্তি।”
উল্লেখ্য, দ্বিতীয় তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর, আর ফল ঘোষণা ১৪ নভেম্বর। NDA-র শিবিরে এখন লক্ষ্য, ‘বন্দুকের রাজনীতি নয়, উন্নয়নের বিহার’।
