Teesta Flood: তিস্তার তাণ্ডবে সিকিমে বিপর্যয়, মোদী ও মমতার ফোন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের বর্তমান পরিস্থিতিকে উল্লেখ করে টুইট করেছেন। তিস্তার ভয়াবহ বন্যা (teesta flood) পরিস্থিতিতে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং…

Teesta Flood: তিস্তার তাণ্ডবে সিকিমে বিপর্যয়, মোদী ও মমতার ফোন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের বর্তমান পরিস্থিতিকে উল্লেখ করে টুইট করেছেন। তিস্তার ভয়াবহ বন্যা (teesta flood) পরিস্থিতিতে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ফোন করে সেখানকার সম্পূর্ণ পরিস্থিতির কথা জিজ্ঞাসা করেছেন।  কী পরিস্থিতি, কীভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এইসব খবর নেওয়ার পর এক্স হ্যান্ডেলে টুইট করে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন ও সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

তিস্তার জলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারের বিস্তির্ণ অংশ প্লাবিত হবার আশঙ্কা। ভেসে আসছে মৃতদেহ। পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সিকিম সরকারের কথা হয়েছে। 

উত্তর সিকিমের হ্রদ ফেটে বিপর্যয়। তিস্তায় জারি করা হয়েছে লাল সতর্কতা। নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর।সিকিমের পাহাড়ে প্রবল ধস নেমেছে। বন্ধ হয়েছে জাতীয় সড়ক NH10,  বহু মানুষকে উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন এলাকায় রাখা হয়েছে। সিকিম এবং কালিম্পংয়ের দুই এলাকার পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছেন।

Advertisements

এর আগে ২০১৩ সালে উত্তরাখণ্ড বিপর্যয় দেখেছিল গোটা ভারত। এবার সিকিমের এই ভয়াবহ পরিস্থিতি দেখছে বঙ্গ। বন্যার কবলে জাতীয় সড়ক বিচ্ছিন্ন। ফলে শিলিগুড়ির সাথে সিকিমের মূল যোগাযোগ আপাতত বন্ধ। জাতীয় সড়কে পরপর ধস নেমেছে। আইএমডি উত্তর সিকিমের চুংথাং-এ একটি হ্রদ বিস্ফোরণের খবর দিয়েছে। এতে বলা হয়েছে, বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে তিস্তা নদীর জলের স্তর উদ্বেগজনক স্তরে বৃদ্ধি পাবে।