Friday, December 1, 2023
HomeEntertainment‘ছায়াবাজ’-র প্রচারে জায়েদ খান ও সায়ন্তিকা মিলে নাটক সাজিয়েছেন?

‘ছায়াবাজ’-র প্রচারে জায়েদ খান ও সায়ন্তিকা মিলে নাটক সাজিয়েছেন?

বাংলাদেশে সিনেমার শুটিং করতে গিয়েছিলেন টলিউডের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করছিলেন তিনি। কিন্তু সেখানে জড়িয়ে পড়েন একের পর এক বিতর্কে। যার কারণে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে আসেন অভিনেত্রী। সায়ন্তিকার অভিযোগ প্রযোজকের অপেশাদারী আচরণের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং শেষ না করেই কলকাতায় তিনি ফিরে এসেছেন। নায়িকার এমন অভিযোগের পর পাল্টা অভিযোগ করেছিলেন প্রযোজক মনিরুল ইসলাম। অভিনেতা জায়েদ খানও অভিযোগ করেছিলেন প্রযোজকের বিরুদ্ধে। এই সিনেমা ঘিরে একের পর এক পাল্টা কাঁদা ছোঁড়াছুড়ি চলছেই। প্রযোজক জানিয়েছিলেন যতই টাকা ক্ষতি হোক এই সিনেমার শুটিং আর হবে না। তবে কি আসলেই সিনেমা শুটিং শেষ হবে না? নাকি আসল ঘটনা অন্য কিছু?

   

ইদানিং ছবির জগতে তারকারা নিজেদের সিনেমার প্রচারের জন্য নানা রকম পন্থা অবলম্বন করে থাকেন। একে অপরকে দোষারোপ করে আবার কখনো মিথ্যা অভিযোগ এনে দর্শকদের নজরে আসার চেষ্টা করেন। শোনা যাচ্ছে জায়েদ-সায়ন্তিকা নিজেদের ছবি প্রচারে আনার জন্য ঠিক এমনটাই করেছেন। একে অপরকে পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন। মাত্র এক সপ্তাহ শুটিং হয়েছিল তারপরেই বন্ধ হয়ে যায় ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং।

এখন দেখার বিষয় দর্শকদের গুঞ্জন কতটা ঠিক হয়। ছবির প্রচারের জন্য নায়ক নায়িকা এবং প্রযোজক মিলে এই নাটক সাজিয়েছেন, নাকি আসলেই শুটিং সেটে এই ধরনের অঘটন ঘটেছে? এর আগে জায়েদ খান আলোচনায় থাকার জন্য যে সমস্ত বিস্ফোরক এবং হাস্যকর কর্মকাণ্ড করেছেন, তাতে একেবারে গুঞ্জন বলে এড়িয়ে যাওয়া যায় না।

প্রসঙ্গত, ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয়ের জন্য অগাস্টের শেষ দিকে ঢাকা গিয়েছিলেন সায়ন্তিকা। ঢাকার বিমানবন্দরে তাঁকে স্বাগত এবং অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন জায়েদ খান। ঢাকায় নেমেই শুটিং-এর জন্য কক্সবাজারে যান সায়ন্তিকা।

Latest News