দেশের মানুষের উচিত তাদের বাড়িতে শ্রী রাম জ্যোতি জ্বালানো এবং দীপাবলি পালন করা। বাড়ির কোনও কোণ বাদ দেওয়া উচিত নয়। ২২ জানুয়ারি দেশের মানুষের কাছে অকাল দীপাবলি পালনের আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।
২২ জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন অযোধ্যায় রীতিমতো মহোৎসবের আয়োজন করা হয়েছে। সেই উৎসবে যেমন প্রধানমন্ত্রী মোদী থাকবেন, তেমনি থাকবেন দেশের প্রথম সারির সেলিব্রিটিরা। কিন্তু শুধু সেই মূল অনুষ্ঠান নয়। ওই দিনটাকে গোটা দেশের জন্যই বড়সড় ইভেন্টে পরিণত করতে চাইছেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় দাঁড়িয়ে দেশের ১৪০ কোটি ভারতবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, ২২ জানুয়ারি দেশজুড়ে হোক অকাল দীপাবলি।
হিন্দু মতে শ্রীরামচন্দ্র যখন রাবণবধ করে অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন, তখন গোটা অযোধ্যা নগরী মেতেছিল অকাল দীপাবলিতে। আগামী ২২ জানুয়ারি ‘নিজের ঘরে’ প্রত্যাবর্তন করছেন শ্রীরামচন্দ্র। প্রধানমন্ত্রী চাইছেন, ওইদিন গোটা দেশ মেতে উঠুক অকাল দীপাবলিতে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের দেশের জন্য একটি নতুন সংকল্প নিতে হবে এবং নতুন শক্তিতে নিজেকে পূর্ণ করতে হবে। তাই ২২ জানুয়ারি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করুন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। তিনি আরও বলেন, অযোধ্যায় ভগবান শ্রী রামের বিশাল মন্দির তৈরির পরে, এখানে দর্শনার্থীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই কথা মাথায় রেখে অযোধ্যাকে স্মার্টসিটি বানানো হচ্ছে।নতুন ফুটপাথ, নতুন ফ্লাইওভার এবং নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ট্র্যাফিক ব্যবস্থাকেও উন্নত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, আজ সারা বিশ্ব ২২ জানুয়ারির ঐতিহাসিক মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এমন পরিস্থিতিতে অযোধ্যাবাসীর মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা থাকাটাই স্বাভাবিক। আমি ভারতের মাটির প্রতিটি কণা এবং ভারতের প্রতিটি মানুষের পূজারী। আমিও সকলের মতই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।