Chandrayaan-3: চন্দ্রযানের সাফল্যে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে ফোন পুতিনের

রাশিয়ান নেতা আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় G-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে অপারগতা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে জানান। রাষ্ট্রপতি পুতিন টেলিফোনে ভারতের সফল চাঁদ অভিযানের (Chandrayaan-3) জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

PM Modi and President Putin Discuss India's Successful Moon Mission Chandrayaan-3

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়।  কথোপকথনে  রাশিয়ান নেতা আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় G-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে অপারগতা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে জানান। রাষ্ট্রপতি পুতিন টেলিফোনে ভারতের সফল চাঁদ অভিযানের (Chandrayaan-3) জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার সময়, দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলন সহ পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতামত বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, টেলিফোনে কথোপকথনের সময়, রাষ্ট্রপতি পুতিন নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য G-20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে জানান যে রাশিয়ার প্রতিনিধিত্ব করা হবে এই বৈঠকে।  বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশগ্রহণ করবেন।  রাশিয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, প্রধানমন্ত্রী মোদী ভারতের G-20 সভাপতিত্বে সমস্ত উদ্যোগে রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য রাষ্ট্রপতি পুতিনকে ধন্যবাদ জানান। পিএমওর তরফে জানানো হয়েছে, দুই নেতাই যোগাযোগ রাখতে রাজি হয়েছেন।