সঙ্গীতশিল্পী জুবিন গার্গের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের (Zubeen Garg) অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গার্গের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra…

নয়াদিল্লি: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের (Zubeen Garg) অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গার্গের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স-এ তিনি লেখেন, “বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের আচমকা মৃত্যুতে আমি শোকস্তব্ধ। সঙ্গীত জগতে অবদানের জন্য উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সব ধরণের মানুষের কাছে ওনার গান অত্যন্ত জনপ্রিয় ছিল। গার্গের পরিবার এবং ভক্তদের প্রতি আমার সান্ত্বনা রইল। ওম শান্তি”।

অসমের বিখ্যাত গায়কের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর ভক্তদের থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) শোকজ্ঞাপন করে বলেন, “আজ নিজের অন্যতম প্রিয় সন্তানকে হারাল অসম। আমি ভাষা হারিয়ে ফেলেছি। উনি অকালে চলে গেলেন। ওনার হৃদয়স্পর্শী গানের কোনও তুলনাই হয়না। ওনার চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। অসমের সংস্কৃতিতে অবদানের জন্য আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুবিন গার্গ। ভবিষ্যতের অনেক গুণী শিল্পীদের ওনার গান অনুপ্রাণিত করবে”।

   

এছাড়াও গার্গের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সরবন্দনা সনওয়াল, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ আরও অনেকে। সঙ্গীত জগতের পাপন, বিশাল দাদলানি, হারশদীপ কৌর, শান এবং প্রীতমও শোকজ্ঞাপন করেছেন।

Advertisements

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু

উত্তরপূর্ব ভারতের সঙ্গীত উৎসবে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গার্গ (Zubeen Garg)। বিজ্ঞপ্তি প্রকাশ করে শিল্পীর প্রয়াণের কথা জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। ওই বিজ্ঞতি অনুসারে, এদিন স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় জুবিন গার্গের।

তৎক্ষণাৎ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে সিপিআর দেওয়া সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শুক্রবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ আইসিইউ-তে না ফেরার দেশে চলে যান বিখ্যাত “ইয়া আলি” গানের গায়ক জুবিন। ওনার মৃতদেহ অসমে নিয়ে এসে সৎকার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা।