Maha Politics: বিক্ষুব্ধ বিধায়কদের গুয়াহাটি আনার পরিকল্পনা, মধ্যরাতে মহারাষ্ট্রে চরম নাটকীয়তা

২২ জন বিধায়কদের নিয়ে সকালবেলা বেপাত্তা মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী এবং শিবসেনার গুরুত্বপূর্ণ নেতা একনাথ শিন্ডে। বেলা গড়াতে জানা যায় সুরাটের একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন তাঁরা।…

Maharashtra MLAs to Guwahati

২২ জন বিধায়কদের নিয়ে সকালবেলা বেপাত্তা মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী এবং শিবসেনার গুরুত্বপূর্ণ নেতা একনাথ শিন্ডে। বেলা গড়াতে জানা যায় সুরাটের একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন তাঁরা। মধ্যরাতে চরম নাটকীয়তা। বিক্ষুব্ধদের সুরাট থেকে গুয়াহাটি আনার পরিকল্পনা শুরু।

বিজেপি সূত্রে খবর, বিধায়কদের গুয়াহাটি নিয়ে আসার জন্য ৫০ সিটের একটি চাটার্ড ফ্লাইটের বন্দোবস্ত করা হয়েছে। কারণ, অসম বিজেপি শাসিত রাজ্য। জানা যাচ্ছে, শুধুমাত্র শিবসেনা নয়, সুরাটে বিক্ষুব্ধ শিবিরে যোগ দিতে পারেন কংগ্রেসের ৫ বিধায়ক৷ সকলের জন্য বোর্ডিং পাশ তৈরি।

সারা দিন ধরে চরম নাটকীয় পর্বে সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে৷ বিক্ষুব্ধদের রাজি করাতে দুই প্রতিনিধিদের সুরাটে পাঠান তিনি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি৷ সন্ধ্যেবেলা শরদ পাওয়ারের বাসভবনে চলে বৈঠক। আগামিকাল মন্ত্রিসভার বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। কংগ্রেসের তরফে আলাদা করে দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

বিজেপির তরফে দাবি করা হচ্ছে, মোট ৩৫ জন বিধায়ক শিবির বদল করতে চান৷ তবে এখনই স্পষ্ট করে কিছু বলতে নারাজ তাঁরা। মহারাষ্ট্রে সরকারের মেয়াদ খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷