“পরিকল্পিত, সাজানো!” বিজয়ের র‍্যালিতে পদপিষ্টের ঘটনায় বিস্ফোরক দাবী বিজেপির

নয়াদিল্লি: ‘থলপতি’ বিজয়ের (Vijay) জনসভা মৃত্যুমিছিলে পরিণত হওয়ার পেছনে ষড়যন্ত্র দেখছে বিজেপি (BJP)। কারুরে পদপিষ্ট (Karur Stampede) হয়ে ৪১ জনের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, বরং…

নয়াদিল্লি: ‘থলপতি’ বিজয়ের (Vijay) জনসভা মৃত্যুমিছিলে পরিণত হওয়ার পেছনে ষড়যন্ত্র দেখছে বিজেপি (BJP)। কারুরে পদপিষ্ট (Karur Stampede) হয়ে ৪১ জনের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, বরং “সম্পূর্ণ পরিকল্পত এবং সাজানো”, বলে দাবী করলেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর (Khushbu Sundar)। পাশাপাশি, জনসভা করার জন্য বিজয়কে যথাযথ জায়গা দেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী স্ট্যালিন (M K Stalin) সহ শাসকদল ডিএমকে-কেও একহাত নিলেন তিনি।

Advertisements

বিজেপি নেত্রী বলেন, “তামিলনাড়ুর মানুষ জানে যে সরকারের অবহেলার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ডিএমকে জানত বিজয়কে দেখার জন্য বিপুল পরিমাণ মানুষ আসবেন। তা সত্ত্বেও, তাঁকে জনসভা করার জন্য উপযুক্ত জায়গা দেয়নি রাজ্য সরকার। এদিকে ৪১ জনের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রী স্ট্যালিন মৌন! তাঁকে আনমিউট করা উচিৎ”।

   

প্রসঙ্গত, গত ২৭ সেপ্তেম্বর তামিলনাড়ুর কারুরে দক্ষিনী সুপারস্টার তথা তামিলাগা ভেট্টরি কাজিগাম (TVK) দলের প্রধান ‘থলপতি’ বিজপ্যের জনসভায় উপচে পরে মানুষের ভিড়। প্রায় ৬ ঘন্টা অপেক্ষার পর সন্ধে ৭ টা নাগাদ জনগণের সম্মুখে আসেন বিজয় (Vijay)।

ভাষণ শুরুর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত জনতার মিধ্যে তুমুল হুড়োহুড়ি শুরু হয়। ঘটনায় ওইদিনই মৃত্যু হয় প্রায় ১০ জনের। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১! আহত হন প্রায় ৬০-এরও বেশি। জনসভায় অনেক মানুষ গাছ, ছাদ এবং বিদ্যুতের তারে উঠে পড়ে, যার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ।

বিজয় যখন পৌঁছন, তখন তাঁর দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু মানুষ তাঁর দিকে চপ্পল ছুড়ে মারে বলে জানান বিজয়। উন্মত্ত জনতাকে সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে জানান আধিকারিকরা।

বিজয়ের পাশে বিজেপি

পুলিশের এই কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে প্রশ্ন তুলেছেন বিজেপি (BJP) নেত্রী খুশবু সুন্দর। তিনি বলেন, “একাধিক ভিডিও ধীরেধীরে সামনে উঠে আসছে। সরকার এবং প্রশাসনের কার্যকলাপ থেকে স্পষ্ট যে এটি কোনও বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে।

বর্তমানে বিজয়কে বিজেপির ‘বি-টিম’ বলে মন্তব্য শুরু করেছে বিরোধীরা। সেই প্রসঙ্গে বিজেপির বর্ষীয়ান নেতা তামিলিসাই সৌন্দরারাজন বলেন, “আমি ‘এ-টিম’ বা ‘বি-টিম’ সম্পর্কে জানি না। ‘এ থেকে জেড টিম’ থাকতে পারে। এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। বিজেপি খুশি। আমরা ‘পি-টিম’ অর্থাৎ জনগণের দল।”

প্রসঙ্গত, শনিবার বিজয়ের সঙ্গে বিজেপির আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আসন্ন নির্বাচনে বিজয়ের (Vijay) জনপ্রিয়তা এবং কারুরের ঘটনার (Karur Stampede) জন্য রাজ্য সরকারকে দায়ী করে আসন্ন নির্বাচনে দক্ষিণের জমি মজবুত করতে চাইছে বিজেপি, বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ডিএমকে বিজয়কে অন্যায়ভাবে ‘টার্গেট’ করলে বিজেপি তাঁর পাশে থাকবেন বলে আশ্বাসও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।