Petrol Diesel Price: কমল অপরিশোধিত তেলের দাম, পেট্রোল-ডিজেলের রেট কত?

রবিবার ফের একবার আমূল বদলে গেল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। রোববার সকাল ৭টার দিকে ডব্লিউটিআই…

রবিবার ফের একবার আমূল বদলে গেল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। রোববার সকাল ৭টার দিকে ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৭৮ দশমিক ০১ ডলারে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮২ দশমিক ০৮ ডলারে লেনদেন হচ্ছে। দেশের তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে। ভারতে প্রতিদিন সকাল ৬টায় জ্বালানি তেলের দাম সংশোধন করা হয়।

Advertisements

২০১৭ সালের জুনের আগে প্রতি ১৫ দিন পর পর দাম সংশোধন করা হতো। হিমাচল প্রদেশে ২৯ পয়সা এবং ডিজেল ২৭ পয়সা সস্তা হয়েছে। অন্যদিকে, গুজরাটে পেট্রোলের দাম ৪৯ পয়সা এবং ডিজেলের দাম ৪৮ পয়সা কমেছে। এর পাশাপাশি পঞ্জাব, মহারাষ্ট্র ও রাজস্থানে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। তবে আজ ছুটির দিনে দেশের চার মহানগরে পেট্রোল ও ডিজেল কত টাকায় বিকোচ্ছে জানেন?

   

জানা গিয়েছে, আজ দিল্লিতে পেট্রোল প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৯৬.৭২ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯০.০৮ টাকায়। অন্যদিকে আজ মুম্বাইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ এবং ৯৪.২৭ টাকা। কলকাতায় এদিন পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.০৩ এবং ডিজেল প্রতি লিটারে বিকোচ্ছে ৯২.৭৬ টাকায়। এছাড়া আজ চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০২.৭৪ এবং ৯৪.৩৩ টাকা।