“জনগণ সরকারের উপর ক্ষুব্ধ!” Bihar Adhikar Yatra থেকে তেজস্বীর তোপ

পাটনা: অর্ধেক আগস্ট মাস ধরে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার পর ভোটমুখী বিহারে বিহার অধিকার যাত্রা (Bihar Adhikar yatra) শুরু করেছেন তেজস্বী যাদব। যাত্রার…

Tejashwi claims two epic numbers

পাটনা: অর্ধেক আগস্ট মাস ধরে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার পর ভোটমুখী বিহারে বিহার অধিকার যাত্রা (Bihar Adhikar yatra) শুরু করেছেন তেজস্বী যাদব। যাত্রার দ্বিতীয় দিন ফের শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে ইন্ডি জোটের বিহারের মুখ্যমন্ত্রীর মুখ বলেন, “বিহারের মানুষ সরকারের উপর ক্ষুব্ধ। পাটনায় ঝড় তুলে দিয়েছে বিহার অধিকার যাত্রা। হাজারে হাজারে মানুষ মিছিলে অংশগ্রহণ করছেন”।

এনডিএ (NDA)-শরীক বর্তমান শাসকদল জেডিইউ (JDU)-এর বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরুপ এবং রাজ্যের বেকারত্ব সমস্যা বৃদ্ধি পাওয়া নিয়ে আক্রমণ করে আসছেন তেজস্বী। বুধবার তিনি বলেন, “ব্লক অফিস এবং থানাগুলো মানুষের কাছ থেকে আর্থিক শোষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে”। সেইসঙ্গে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ বলেও মন্তব্য করেন আরজেডি(RJD) নেতা।

   

আরজেডি সাংসদ সঞ্জয় যাদব জানিয়েছেন, রাহুলের ভোটার অধিকার যাত্রা যেসকল জেলায় পৌঁছোতে পারেনি, সেখানে তেজস্বী (Tejaswi Yadav) বিহার অধিকার যাত্রা করতে চলেছেন।” তিনি বলেন, “বিহারকে নতুন করে গড়ার লক্ষ্য নিয়ে তেজস্বীজি এই যাত্রা করছেন। যুবসমাজের জন্য চাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা, নারীদের অধিকার, শিক্ষকদের সম্মান এবং বিহারে শিল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে আরজেডির এই যাত্রা”। মঙ্গলবার জেহানাবাদ থেকে শুরু হওয়া বিহার অধিকার যাত্রা বেগুসরাই, খাগারিয়া এবং মাধেপুরা সহ একাধিক জেলা হয়ে আগামী ২০ সেপ্টেম্বর বৈশালীতে শেষ হবে বলে জানা গিয়েছে।

বিরোধীদের কটাক্ষ

Advertisements

অন্যদিকে, আসল উন্নয়ন কাকে বলে, এই যাত্রার মাধ্যমে যাদব পরিবার তা দেখতে পাবে বলে তির্যক মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে নিয়ে তেজস্বী জি এই যাত্রার মাধ্যমে বিহারের উন্নয়ন দেখতে পারবেন।” কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, “লালু প্রসাদ যাদব বিহারের মানুষকে বলতেন, আপনারা বিদ্যুৎ নিয়ে কি করবেন? ভালো রাস্তা নিয়ে কি করবেন? এখন নরেন্দ্র মোদীর হাট ধরে নীতিশ কুমার (Nitish Kumar) বিহারের কি আমূল পরিবর্তন করেছেন, তেজস্বী যাদব তা চাক্ষুষ করতে পারবেন”। প্রসঙ্গত, জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদী সহ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকেও “মেয়াদ শেষ হয়ে যাওয়া মেশিন” বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, তারিখ ঘোষণা না হলেও চলতি বছর অক্টোবর-নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে নির্বাচন হওয়ার কথা। মূলত দুই জোটপক্ষের মধ্যেই বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই হতে চলেছে। একদিকে এনডিএ শরীক জেডিইউ-এর নেতৃত্ব দেবেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অন্যদিকে, ইন্ডি জোটের আরজেডি নেতা তেজস্বী যাদব আসন্ন নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রীত্বের জন্য লড়াইয়ের ময়দানে নাম্বেন। বর্তমানে বিহারের বিধানসভায় (Bihar assembly) ২৪৩ টি আসনের মধ্যে ১৩১ টি রয়েছে এনডিএর কাছে এবং ৮০ টি আসন রয়েছে প্রধান বিরোধী দল আরজেডির কাছে।