Pegasus : ‘ফোনে আড়ি পেতে’ সংসদে কোণঠাসা BJP

প্রত্যাশামতোই সংসদে উঠেছে পেগাসাস (Pegasus) প্রসঙ্গ। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে মিথ্যা কথা বলেছে বলে অভিযোগ তৃণমূলের। স্পিকারকে দেওয়া হয়েছে চিঠি। লোকসভার স্পিকার ওম বিরলাকে চিঠি…

Pegasus

প্রত্যাশামতোই সংসদে উঠেছে পেগাসাস (Pegasus) প্রসঙ্গ। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে মিথ্যা কথা বলেছে বলে অভিযোগ তৃণমূলের। স্পিকারকে দেওয়া হয়েছে চিঠি।

লোকসভার স্পিকার ওম বিরলাকে চিঠি দিয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়। পত্র মারফৎ স্পিকারকে তাঁর অনুরোধ, ‘প্রিভিলেজ মোশন’ নিয়ে আসা হোক কেন্দ্রের বিরুদ্ধে।

ওম বিরলাকে লেখা চিঠিতে তৃণমূল সাংসদ বলেছেন যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ২০১৭ সালে ইরানের কাছ থেকে পেগাসাস কিনেছিল ভারত সরকার। অস্ত্র চুক্তির বিনিময়ে ২ মিলিয়ন ডলারের বিনিময় সম্পন্ন হয়েছিল এই চুক্তি।

Pegasus

চিঠিতে সৌগত আরও বলেছেন, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের বিরুদ্ধে ওঠা পেগাসাস সম্পর্কিত সমস্ত অভিযোগ মিথ্যা।

আদালতের দরবারে কেন্দ্রের সাফাই দেওয়ার পর পেগাসাস আলোচনা থিতিতে গিয়েছিল কিছুটা। সম্প্রতি প্রকাশিত নতুন রিপোর্টটি ফের শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে। বাজেট অধিবেশনের ঠিক আগে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ যার প্রেক্ষিতে বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার।

তৃণমূলের পাশাপাশি সংসদে প্রতিবাদ জানানো হয়েছে বামেদের পক্ষ থেকে। প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম। এর আগে কংগ্রেসের তরফেও জানানো হয়েছিল পেগাসাস মোড়কে কাজে লাগিয়ে তারাও যাবে বিরোধীতার পথে।