বালির ঘাটের দখল নিতে দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষ। চলেছে গুলি। একের পর এক গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত পরিস্থিতি। সংঘর্ষে বেশ কয়েকজন জখম। জানা যাচ্ছে গুলিবিদ্ধ চার জনের মৃত্যু হয়েছে। বালি মাফিয়াদের মধ্যে এমন সংঘর্ষ ফের জঙ্গলরাজ ভয় উস্কে দিল। এই ঘটনার কেন্দ্র বিহারের রাজধানী পাটনার আমনাবাদ এলাকা। সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে।
Advertisements
পরপর গুলি করে খুনের ঘটনা ঘটছে বিহারে। বালি মাফিয়াদের এই সংঘর্ষের পর পুলিশের তরফে জানানো হয় কেউ নিহত এমন খবর আসেনি। পুলিশ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া বলেই অভিযোগ। নিহতদের আত্মীয়দের আড়াল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ,
Advertisements
পাটনার আমনাবাদের বালির ঘাট দখলে এর আগেও রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাট দখলের সময় গত বছরেও চার জনকে গুলি করে খুন করা হয়। এবারও তেমন ঘটেছে।
