Saturday, December 6, 2025
HomeBharatপুতিনের হাত ধরে এবার রাশিয়ায় পৌঁছল পতঞ্জলী

পুতিনের হাত ধরে এবার রাশিয়ায় পৌঁছল পতঞ্জলী

- Advertisement -

নয়াদিল্লি: ভারত ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় তুলতে এবার আধ্যাত্মিকতার সেতুবন্ধন (Patanjali Russia MoU)। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে পতঞ্জলি যোগপীঠ এবং রাশিয়া সরকারের প্রতিনিধিত্বকারী মস্কো সিটি সরকার দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত হল একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU)। এই চুক্তিকে দুই দেশের সাংস্কৃতিক, স্বাস্থ্য ও আধ্যাত্মিক সহযোগিতার নতুন অধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

এই এমওইউ–তে স্বাক্ষর করেন যোগগুরু স্বামী রামদেব এবং মস্কো সরকারের পক্ষ থেকে ইন্ডিয়া-রাশিয়া বিজনেস কাউন্সিল-এর চেয়ারম্যান সের্গেই চেরেমিন। অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধি, গবেষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

   

TVS Ronin Agonda লঞ্চ হল, Apache RTX 300 এল বিশেষ এডিশনে

স্বামী রামদেব এই চুক্তিকে “দুই দেশের মানুষের সুস্থতা ও মানসিক বিকাশকে আরও শক্তিশালী করার যুগান্তকারী পদক্ষেপ” বলে উল্লেখ করেন। তিনি জানান, রাশিয়ায় ইতিমধ্যেই যোগ ও আয়ুর্বেদের প্রচুর ভক্ত রয়েছে। বহু বছর ধরেই রাশিয়ার নাগরিকরা ভারতীয় আধ্যাত্মিকতা, ধ্যান প্রক্রিয়া এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির প্রতি আকৃষ্ট। এবার পতঞ্জলি আরও বৃহৎ পরিসরে সেই চর্চাকে রাশিয়ায় পৌঁছে দিতে চলেছে।

এই চুক্তির তিনটি বড় দিক তুলে ধরেন স্বামী রামদেব। দীর্ঘায়ু ও ‘এজ–রিভার্সাল’ গবেষণা, এই প্রকল্প অনুযায়ী, ভারত ও রাশিয়ার গবেষকরা একসঙ্গে কাজ করবেন বয়স কমানোর বিজ্ঞান, দীর্ঘায়ু (Longevity), রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ন্যাচারাল থেরাপি এবং গুরুতর রোগের প্রাথমিক শনাক্তকরণ পদ্ধতি নিয়ে। আধুনিক প্রযুক্তি, আয়ুর্বেদিক জ্ঞান এবং যোগভিত্তিক থেরাপির সমন্বয়ে এই গবেষণা ভবিষ্যতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

এই MoU–র দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল সাংস্কৃতিক সহযোগিতা। পতঞ্জলি রাশিয়ায় বিভিন্ন যোগ কেন্দ্র, আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র এবং ভারতীয় দর্শনের উপর ভিত্তি করে গবেষণা প্রতিষ্ঠান চালাবে। ভারতীয় ঋষি-সংস্কৃতি, উপনিষদ চর্চা, ধ্যান, সংস্কৃত শিক্ষা সবই অন্তর্ভুক্ত হবে এই উদ্যোগে।

রাশিয়ায় যোগ প্রশিক্ষকের অভাব দূর করতে পতঞ্জলি সরাসরি ভারত থেকে দক্ষ যোগ শিক্ষক পাঠাবে। শুধু তাই নয় আয়ুর্বেদ থেরাপিস্ট, ন্যাচারোপ্যাথি বিশেষজ্ঞ, পঞ্চকর্ম থেরাপিস্ট এবং ওয়েলনেস সেক্টরের অন্যান্য স্কিলড কর্মীদেরও রাশিয়ায় পাঠানো হবে। স্বামী রামদেব জানান, “পতঞ্জলি ইতিমধ্যেই ভারতের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষাধিক যুবককে প্রশিক্ষণ দিয়েছে। এবার সেই শক্তিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও কাজে লাগানো হবে।”

সের্গেই চেরেমিন বলেন, রাশিয়ার নাগরিকেরা দীর্ঘদিন ধরেই ভারতীয় যোগ ও আয়ুর্বেদের প্রতি আস্থা রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, মস্কো সরকার এই উদ্যোগকে আরও বিস্তৃত এবং টেকসই করতে সবরকম সহযোগিতা করবে। স্বামী রামদেব আরও বলেন, “ভারত এবং রাশিয়া শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, বরং আধ্যাত্মিকভাবেও গভীরভাবে যুক্ত। দুই দেশের এই আত্মিক বন্ধন ভবিষ্যতে আরও দৃঢ় হবে।” তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “একজন শক্তিশালী এবং জনপ্রিয় বিশ্বনেতা” বলেও প্রশংসা করেন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের সাংস্কৃতিক এবং স্বাস্থ্য–কেন্দ্রিক সহযোগিতা দুই দেশের মধ্যে বিশ্বাস, বন্ধুত্ব এবং মানুষের মধ্যে সরাসরি যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে। ইতিমধ্যেই রাশিয়ার বেশ কয়েকটি শহরে যোগ প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে। এই নতুন চুক্তি কার্যকর হলে রাশিয়ায় ভারতীয় যোগ-আয়ুর্বেদের বাজার আরও প্রসারিত হবে, পাশাপাশি ভারতীয় দক্ষ কর্মীদের জন্যও তৈরি হবে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular