ভারতের পার্লামেন্টে আজ থেকে শুরু হল শীতকালীন অধিবেশন। মাত্র ১৫টি কার্যদিবসের এই ‘সংক্ষিপ্ত সেশন’ শুরুর আগেই রাজনৈতিক অক্ষে তৈরি হয়েছে উত্তাপ। সরকার একদিকে যেখানে ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশের উদ্যোগ নিয়েছে, অন্যদিকে বিরোধী শিবিরের অভিযোগ-সেশন কমিয়ে এনে গণতন্ত্রের স্বাভাবিক গতি ‘স্থবির’ করে দিতে চাইছে কেন্দ্র।
সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, নিয়ম মেনে যেকোনও ইস্যুতে তারা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী দলগুলির দাবি—সেশন সংক্ষিপ্ত করে সংসদীয় আলোচনার পরিসর ইচ্ছাকৃতভাবে ছোট করা হচ্ছে, যাতে বিতর্কের জায়গা সঙ্কুচিত হয়।
পরমাণু শক্তি থেকে উচ্চশিক্ষা—টেবিলে ১৪টি বিল
এই সেশনে যে ১৪টি বিল পেশ হতে চলেছে, তার মধ্যে বিশেষ নজর কাড়ছে Atomic Energy Bill, যা পরমাণু শক্তির ব্যবহারে বেসরকারি সংস্থার অংশগ্রহণের পথ খুলে দিতে পারে। উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় রদবদল আনতে পারে Higher Education Commission of India Bill—যা একটি কেন্দ্রীয় কমিশন গঠনের প্রস্তাব রাখছে।
তামাক, সিগারেট, বিড়ি ও পানমশলায় অতিরিক্ত আবগারি শুল্ক ও সেস আরোপের বিলও রয়েছে তালিকায়।
SIR এবং দিল্লি বিস্ফোরণ—বিরোধীদের প্রধান ইস্যু Parliament Winter Session to begin today
ভোটার তালিকার Special Intensive Revision (SIR) নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা দাবি করছে বিরোধীরা। পাশাপাশি সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু—এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তার প্রশ্নও তুলতে চলেছে তারা। শ্রম কোড, বায়ুদূষণ, বিদেশনীতি, আর্থিক নিরাপত্তা—বিভিন্ন ইস্যুতে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি চলছে বিরোধী শিবিরে। দামবৃদ্ধি, বেকারত্ব, কেন্দ্র-রাজ্য সম্পর্কে টানাপড়েন এবং গভর্নরদের কাছে বিল ‘অপেক্ষায় পড়ে থাকা’ নিয়েও প্রশ্ন তুলতে চান বিরোধীরা।
পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “নির্ধারিত নিয়ম, প্রথা ও রীতিনীতি মেনেই সমস্ত আলোচনা হবে। সংসদের কাজ চলতে দেওয়াই জরুরি।”
১৫ দিনের সেশন, বিরোধীদের অভিযোগ—‘সংসদকে খর্ব’ করা হচ্ছে
সাধারণত শীতকালীন অধিবেশন চলে প্রায় ২০ দিন। এবার তা কমে দাঁড়িয়েছে ১৫-তে। বিরোধী দলগুলির অভিযোগ, সেশন ছোট করে এনে বিতর্ক কমানোর চেষ্টা করছে কেন্দ্র। ফলে সংসদের গণতান্ত্রিক ভূমিকা সীমাবদ্ধ হয়ে পড়ছে।
‘বন্দে মাতরম্’ নিয়ে ১০ ঘণ্টার আলোচনা, কিন্তু বিরোধীদের অনাগ্রহ
বন্দে মাতরমের রচনার ১৫০ বছর উপলক্ষে দীর্ঘ আলোচনা চায় কেন্দ্র। লোকসভায় ১০ ঘণ্টা সময়ও বরাদ্দ হয়েছে। তবে তৃণমূল ছাড়া বেশিরভাগ বিরোধী দল তাতে বিশেষ আগ্রহ দেখায়নি।
বিহার জয়ের পর প্রথম সেশন—এনডিএ-র আগ্রাসী কৌশল
বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথম সংসদীয় সেশন। এই রাজনৈতিক বার্তাকে সামনে রেখে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের চাপে ফেলতে চাইছে বলে ধারণা রাজনৈতিক মহলের।
কংগ্রেসের কৌশল নির্ধারণে ধারাবাহিক বৈঠক
রবিবার রাতে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। আজ সেশন শুরুর আগে আরও একটি কৌশলগত বৈঠক হবে।
১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন
আজ থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ১৫ দিনের এই সংক্ষিপ্ত সেশনেই নানা রাজনৈতিক ইস্যুতে মুখোমুখি হবে সরকার ও বিরোধী শিবির। ফলে সংসদ চত্বর আজ থেকেই উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল।
