Parliament Security: হলুদ ধোঁয়া খালিস্তানি হামলার সংকেত? আগেই হুমকি দিয়েছিল শিখ জঙ্গি পান্নুন

আমেরিকায় থাকা খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিস (SFJ) প্রধান গুরপতবন্ত সিং পান্নুরের হুমকি ছিল ১৩ তারিখের সতর্কতা। বুধবার সংসদের অধিবেশন কক্ষে ভিতরে পৌঁছে দুই…

Parliament Security: হলুদ ধোঁয়া খালিস্তানি হামলার সংকেত? আগেই হুমকি দিয়েছিল শিখ জঙ্গি পান্নুন

আমেরিকায় থাকা খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিস (SFJ) প্রধান গুরপতবন্ত সিং পান্নুরের হুমকি ছিল ১৩ তারিখের সতর্কতা। বুধবার সংসদের অধিবেশন কক্ষে ভিতরে পৌঁছে দুই ব্যক্তি হলুদ রঙের ধোঁয়ার বোমা নিক্ষেপ (Parliament Security) করেছে। এই ধোঁয়ার রঙ ও খালিস্তানি জঙ্গি সংগঠনের পতাকার রঙ একই। প্রায় ৮ দিন আগে সংসদে হামলার ভিডিও প্রকাশ করেছিল জঙ্গি নেতা পান্নুন।

Parliament Security

বিশ্বকাপ ম্যাচগুলির সময় থেকে বারবার ভারতে হামলার হুমকি দিচ্ছে এই মোস্ট ওয়ান্টেড খালিস্তানি জঙ্গি নেতা। তাৎপর্যপূর্ণ, ২০০১ সালে এই ১৩ ডিসেম্বরেই পুরনো সংসদ ভবনে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। একই দিনের বর্ষপূর্তিতে নতুন সংসদ ভবনের একেবারে অধিবেশন কক্ষে ঢুকে দুই ব্যক্তির আক্রমনাত্মক ভঙ্গি ও ধোঁয়ার বোমা ছোঁড়ার ঘটনাগুলি খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।

পাকিস্তানের মদতপুষ্ট শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পতাকার রঙ হলুদ। সেই রঙের পতাকা ব্যবহার করে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা পান্নুন। নতুন সংসদে হামলার হুমকি দিয়েছিল এই শিখ জঙ্গি নেতা। তার অভিযোগ, কানাডায় থাকা খালিস্তানপন্থী শিখ নেতাদের খুনে জড়িত ভারত সরকার। বুধবার যেভাবে সংসদের পাঁচটি নিরাপত্তা বলয় পার করে একেবারে লোকসভা অধিবেশন কক্ষে ঢুকেছিল দুই আক্রমণাত্মক ব্যক্তি তাতে নিরাপত্তার গাফিলতি স্পষ্ট। নতুন সংসদের নিরাপত্তা নিয়ে উচ্ছসিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদী। জানা গেছে ধৃত দুজনই বিজেপি সাংসদের ইস্যু করা পাস নিয়েছিল। ফলে তীব্র বিতর্কে বিজেপি।

Parliament House

Advertisements

বিজেপি সাংসদের ইস্যু করা পাস নিয়ে নতুন সংসদে ঢুকে অধিবেশনে হামলার জেরে তীব্র বিতর্কে সরকারপক্ষ। কী করে দুই ব্যক্তি একাধিক নিরাপত্তা বলয় পেরিয়ে ধোঁয়ার ক্যান নিয়ে ঢুকে পড়েছিল অধিবেশন কক্ষে তাতে নিরাপত্তার বজ্র আঁটুনিতে ফস্কা গেরো প্রমাণ হয়েছে। সেই সাথে মোদীর দাবি করা নতুন সংসদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েও তীব্র বিতর্ক।

মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে ভিতরে এসেছিল দুজন। ক্যানিস্টার নিয়ে কিভাবে ঢুকলো তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ সংসদে একাধিকবার চেকিং হয়। পুলিশ দু’জনকেই হেফাজতে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই দুই ব্যক্তি ভিজিটর পাসের মাধ্যমে লোকসভার ভিজিটর গ্যালারিতে পৌঁছান এবং সুযোগ দেখে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়েন। তারা কি খালিস্তানপন্থী? এমনই প্রশ্ন উঠছে। নিরাপত্তার কারণে সংসদের ভিজিটর্স পাস ইস্যু বন্ধ করা হয়েছে।