ফের প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা, জাল আধার কার্ড সহ আটক বহু

কেন্দ্রে নতুন সরকার গঠনের আগেই ফের সংসদে নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এবার সংসদের বাইরে থেকে ৩ সন্দেহভাজনকে হাতেনাতে পাকড়াও করল সিআইএসএফ-এর জওয়ানরা। এই ৩ জনের…

কেন্দ্রে নতুন সরকার গঠনের আগেই ফের সংসদে নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এবার সংসদের বাইরে থেকে ৩ সন্দেহভাজনকে হাতেনাতে পাকড়াও করল সিআইএসএফ-এর জওয়ানরা। এই ৩ জনের বিরুদ্ধে ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদ ভবনে ঢোকার অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সংসদ ভবনের ৩ নম্বর গেটের কাছে এই ৩ সন্দেহভাজনকে আটক করে সিআইএসএফ। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড মিলেছে। সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জানিয়েছে, ‘ওই তিনজন তিন নম্বর গেট দিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাদের আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছি।’ এই ঘটনায় তিনজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

   

দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কাসিম, মনিস ও শোয়েব। তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জালিয়াতি ও প্রতারণা সম্পর্কিত বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৪ জুন। সংসদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এই প্রথম নয়। গত বছর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি বড় ঘটনা ঘটেছিল। গত বছরের ১৩ ডিসেম্বর লোকসভার কার্যক্রম চলাকালীন ভিজিটর্স গ্যালারি থেকে দু’জন ঢুকে পড়েছিলেন। এসময় সংসদ চত্বরে স্লোগান দেন নীলম আজাদ ও শিন্ডে।

গত বছর এই মামলায় মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল ধনরাজ শিন্ডে, নীলম, ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত নামে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা বৃহস্পতিবার ৬ জুন এই মামলায় কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে ছয়জনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দিয়েছেন।