Earthquake: দুলছে সাগর তলার মাটি, আন্দামানে আতঙ্ক

হিমালয় এলাকা যেমন দুলছে তেমনই দুলছে সাগর তলার মাটি। এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হল। মঙ্গলবার ভোর ৫.৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।…

earthquake jolts Dhaka

হিমালয় এলাকা যেমন দুলছে তেমনই দুলছে সাগর তলার মাটি। এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হল। মঙ্গলবার ভোর ৫.৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২ মাত্রা।

ভূমিকম্পের কেন্দ্রস্থল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে  বেশি দূরে নয়। দৃশ্যমান। আন্দামানবাসী তীব্র আতঙ্কে। মাটির দুলুনি অর্থাত ভূমিকম্প বড়সড় সাগর বিপর্যয় ডেকে আনছে বলে আশঙ্কা।

   

সোমবার নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়।কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও। শুক্রবার শনিবার নেপালে তথা হিমালয়ের তলদেশ বারবার দুলেছিল। সাম্প্রতিক নেপালে দেড়শতাধিক নিহত। এবার কম্পন হচ্ছে বঙ্গোপসাগর তলদেশে।

২০০৪ ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামির পর্যন্ত ২০০৯ সালে আন্দামান দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কন্পন ছিল ৭.৫ মাত্রা। এই অঞ্চলের সবথেকে শক্তিশালী কম্পন সেটি।এই ভূমিকম্পটি বাংলাদেশ, মায়ানমারএবং থাইল্যান্ড থেকেও অনুভূত হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ভারত, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে একটি সুনামির সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সুনামি আসেনি।