এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ পাকিস্তানি মহিলার, ধৃত সেনার হাতে

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করেছে ভারতীয় সেনাবাহিনী। ওই মহিলা নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতে এসেছিল বলে জানা গিয়েছে। সেনা আধিকারিকরা জানিয়েছেন, ওই মহিলার নাম রোজিনা, পাকিস্তানের ইসলামাবাদের ফিরোজবান্দা এলাকার বাসিন্দা সে। তার বয়স ৪৯ বছর।

সেনা আধিকারিকরা জানিয়েছেন, রোজিনা পুঞ্চের চক্র দা বাগে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিল। তিনি বলেন, ওই মহিলাকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে। কী উদ্দেশ্যে এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল সে, তা জিজ্ঞাসাবাদের পরই পরিষ্কার হবে।

   

কুপওয়ারায় এনকাউন্টারের তদন্তের নির্দেশ
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়, ১৯ জুন সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের তদন্তের নির্দেশ দিয়েছে সেনা। সেই এনকাউন্টারে চার জঙ্গি নিহত হয়। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার লোলাব এলাকার চান্দিগাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

CrPC এর ১৭৬ ধারার অধীনে চান্দিগামে সন্ত্রাসবিরোধী অভিযানের তদন্তের জন্য লোলাবের এসডিএমকে তদন্তকারী অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। মুখপাত্র বলেছেন যে জনগণকে জানানো হয়েছে যে যদি কারও কাছে এই বিষয়ে কোনও তথ্য থাকে তবে তিনি এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সাত দিনের মধ্যে তার বক্তব্য রেকর্ড করতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন