HomeBharatISI Agent: মেরঠে পাক গুপ্তচর সন্দেহে ধৃত ভারতের দূতাবাস কর্মী

ISI Agent: মেরঠে পাক গুপ্তচর সন্দেহে ধৃত ভারতের দূতাবাস কর্মী

- Advertisement -

উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন স্কোয়াড (ইউপি এটিএস) রবিবার মেরঠ  থেকে একজন পাকিস্তানি আইএসআই এজেন্টকে (ISI Agent) গ্রেপ্তার করেছে, যিনি রাশিয়ার মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করতেন।

ওই ব্যক্তি রাশিয়া থেকে গোপনে ভারতের দূতাবাসের নথি পাকিস্তানের কাছে পাঠাত বলে সন্দেহ করছে উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা। তাকে জেরা করা হচ্ছে। জানা যাচ্ছে রুশ রাজধানী মস্কোতে থাকা ভারতীয় হাইকমিশনের ওই কর্মীর সাথে যোগাযোগ রেখে পাক গুপ্তচর সংস্থা গোপন নথি হাতিয়েছে।

   

সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শামলি জেলা থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এজেন্টকে গ্রেফতার করে। এরপর ফের মেরঠ থেকে আরও এক পাক গুপ্তচর সন্দেহে ব্যক্তিকে আটক করা হলো।

পাকিস্তানি স্পাই জাল ছড়িয়ে আছে নেপালে

পাকিস্তান থেকে ভারতে ঢোকার সহজ পথ হলো নেপালে আসা। তারপর খোলা সীমান্ত দিয়ে নির্ঝঞ্ঝাটে ভারতে চলে আসা। ভারত-নেপাল মৈত্রী চুক্তি অনুযায়ী দুই দেশের নাগরিকদের কোনও ভিসা লাগে না। আর বিশাল সীমান্তের প্রায় সবটাই অরক্ষিত। পাকিস্তানের গুপ্তচর সংস্থা তাদের এজেন্টদের এই পথে ছদ্মবেশে ভারতে ঢোকায়। তাৎপর্যপূর্ণ, পাক নাগরিক সীমা হায়দর (Seema Haider) নেপাল থেকে ভারতে ঢুকেছিলেন। সঙ্গে ছিল সন্তানরা। এভাবে ভারতে ঢুকতে তাদেরও কোনও ঝামেলায় পড়তে হয়নি। পাক নাগরিক সীমা হায়দরের এভাবে নেপাল থেকে ভারতে আসা ফের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার উপর প্রশ্ন তুলে দিয়েছে। কূটনৈতিক কারণে খোলা সীমান্ত রাখার যৌক্তিকতা নিয়েও উঠছে বিতর্ক। নেপাল সীমান্তের ভারতীয় রাজ্যগুলির মধ্যে বিভিন্ন দেশের (চিন, পাকিস্তান, আফগানি) নাগরিকরা অনুপ্রবেশের কারণে ধরা পড়ে বারবার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular