পাকিস্তান জিন্দাবাদ (Pakistan Zindabad) স্লোগান দেওয়ায় ঝাড়খণ্ডে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমার দিতে যাওয়ার সময় এক প্রার্থীর মিছিল থেকে ঘনঘন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে। মহম্মদ শাকির হুসেন নামে ওই প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে প্রধান পদের প্রার্থী ছিলেন। তিনি ডকোডিহ পঞ্চায়েত প্রধানের পদে লড়াই করছেন। তার সমর্থনে মিছিল থেকে বারেবারেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠায় শাকির হুসেনকে গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শাকির হুসেন মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সে সময়ে ওই মিছিল থেকে বেশ কয়েকজনকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। ওই ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করে। ওই এফআইআর-এ ১০ জনের নাম আছে।
গিরিডির এসডিপিও অনিল কুমার সিং বলেছেন। ডকোডিহ পঞ্চায়েতের প্রধান পদপ্রার্থী শাকির হুসেন ও তাঁর সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। সে কারণেই ওই প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। শাকির এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। শাকির ও তার দুই সমর্থককে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।