“কাশ্মীর” নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত পাকিস্তান, তবে…পাক বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: তবে কি ‘ড্যামেজ কন্ট্রোল’-এর পথে হাঁটছে পাকিস্তান (Pakistan)? পাক-বিদেশমন্ত্রীর বয়ানের পর এমনটাই ধারণা করছে ভারতের বিশেষজ্ঞ মহল। বস্তুত, শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী…

"কাশ্মীর" নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত পাকিস্তান, তবে...পাক বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: তবে কি ‘ড্যামেজ কন্ট্রোল’-এর পথে হাঁটছে পাকিস্তান (Pakistan)? পাক-বিদেশমন্ত্রীর বয়ানের পর এমনটাই ধারণা করছে ভারতের বিশেষজ্ঞ মহল। বস্তুত, শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার (Ishaq Dar)বলেন, “ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক ভাবে কাশ্মীর প্রসঙ্গেও আলোচনা করতে প্রস্তুত।

পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে বার্তালাপে ‘দোর দিয়েছে’ ভারত (India)। কেবলমাত্র সন্ত্রাস দমন এবং পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনও বিষয়ে ইসলামাবাদের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে আগেই সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। সেইসঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সিন্ধু জলচুক্তিও স্থগিত করা হয়।

   

এই ‘চাপের’ মুখেই কি পাকিস্তানের ‘সুর পরিবর্তন’? উঠছে প্রশ্ন। যদিও অন্যদিকে, গতকাল ইশক দার বলেন, “দ্বিপাক্ষিক আলচনার জন্য ভারতের কাছে ভিক্ষা চাইবে না পাকিস্তান”। বিদেশমন্ত্রকের পাশাপাশি পাক উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো দার বার্তালাপের ইচ্ছাপ্রকাশ করার পাশাপাশি ভারতের তরফ থেকে কোনোরকম আক্রমণের অভিসন্ধি হলে তার ‘জোরদার জবাব দেবে পাকিস্তান’, উল্লেখ করেন তিনি।

Advertisements

অপারেশন সিঁদুর

গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের হত্যার জবাবে ৭ মে ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করে ভারত। পাক অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের পাঞ্জাব এলাকার মোট ৯ টি জঙ্গিঘাটি ধ্বংস করা হয়। ৮ এবং ৯ মে ভারতের সামরিক ঘাঁটিতে পাকিস্তানের আক্রমণের জবাব দেয় ভারতীয় সেনা (Indian Army), ছিন্ন করা হয় কূটনৈতিক সম্পর্ক। দুই দেশের সামরিক সংঘাতে বিশ্বের অধিকাংশ দেশ নিরপেক্ষ অবস্থান নিলেও পাকিস্তান দাবি করে বিশ্বদরবারে ‘কূটনৈতিক জয়’ তাদেরই হয়েছে।