আগাম নির্বাচন হতে পারে পাকিস্তানে, ইমরান খানের অন্ধকার সময় ‘শুরু’

অনাস্থা আনলে পরাজয় নিশ্চিত এমনই আশঙ্কা বাড়ছে পাকিস্তানের (Pakistan) শাসক দল তেহরিক ই ইনসাফের অন্দরে। এর মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ খান বলেছেন, দেশ আগাম নির্বাচনের…

Pakistan PM Imran Khan says he won't resign ahead of no-confidence move

অনাস্থা আনলে পরাজয় নিশ্চিত এমনই আশঙ্কা বাড়ছে পাকিস্তানের (Pakistan) শাসক দল তেহরিক ই ইনসাফের অন্দরে। এর মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ খান বলেছেন, দেশ আগাম নির্বাচনের দিকে যেতে পারে। তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধীদের অনাস্থা প্রস্তাব পরাজিত করবেন। 

রশিদ খান দলত্যাগীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দল পরিবর্তন করা তাদের কোনো উপকারে আসবে না। দলছুটদের অবশ্যই মনে রাখতে হবে দেশে আগাম নির্বাচনও ডাকা হতে পারে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

kolkata24x7-sports-News

   

FATF: Pakistan remains on the gray list

<

p style=”text-align: justify;”>তিনি আরও বলেন, যারা দল পরিবর্তন করছেন এবং ভাবছেন সম্মান পাবেন, তারা ভুল ভাবছেন। পাক স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ খান বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের দলের সঙ্গে অটুট থাকে। পাক সংবাদ মাধ্যমের খবর, শুক্রবার পাকিস্তান পার্লামেন্টে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার জন্য অধিবেশন শুরু হবে।