‘অপারেশন সিঁদুর’-এর বদলা ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’! নামের অর্থ কী?

নয়াদিল্লি: ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাব দিতে পাকিস্তান ঘোষণা করল নতুন সামরিক অভিযান— ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’। কোরানের একটি আয়াত থেকে অনুপ্রাণিত এই অভিযানের অর্থ— ‘শিসার…

Indian Army Denies Pakistan’s Claim, Confirms S-400 Air Defence System Fully Operational

নয়াদিল্লি: ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাব দিতে পাকিস্তান ঘোষণা করল নতুন সামরিক অভিযান— ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’। কোরানের একটি আয়াত থেকে অনুপ্রাণিত এই অভিযানের অর্থ— ‘শিসার তৈরি অবিচল দুর্গ’। শনিবার কাকভোর থেকে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে হামলা শুরু করে পাকিস্তান, যার জেরে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারতের একতরফা হামলার জবাব দিতেই এই অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।

   

সামরিক সংঘর্ষে বাড়ছে তীব্রতা, রজৌরিতে প্রাণহানি

জম্মু ও কাশ্মীরের রজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণে এক সরকারি আধিকারিক-সহ অন্তত তিনজন নিহত হয়েছেন। জম্মুর শম্ভু মন্দিরেও পড়েছে পাক গোলা, পরিস্থিতি থমথমে। একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

সাইবার ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি পাকিস্তানের Pakistan launches Operation Bunyan

‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর অধীনে পাকিস্তান একাধিক হামলার দাবি করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও পিটিভি-র রিপোর্ট অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে ভারতীয় বিদ্যুৎ পরিকাঠামোয় চালানো হয়েছে সাইবার হামলা, যার ফলে ৭০ শতাংশ পাওয়ার গ্রিড অচল হয়ে পড়েছে বলে দাবি।

পাশাপাশি, আদমপুরে ভারতের অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। রাজৌরিতে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রশিক্ষণকেন্দ্রে, উরির রসদ গুদামে, এবং ‘কেজি টপ’ ব্রিগেড সদর দফতরে হামলার কথাও জানানো হয়েছে। এমনকি পঠানকোট, উধমপুর ও সুরাতগড়ের আকাশসীমা লঙ্ঘন এবং বিয়াসে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলার অভিযোগ করেছে পাক সেনা।

ভারতের জবাব: পাকিস্তানের তিন এয়ারবেসে বিস্ফোরণ

ভারতীয় সেনার জবাবও এসেছে দ্রুত ও কঠোরভাবে। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, শনিবার সকালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধের সুক্কুর এবং মুরিদ এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাকিস্তান সরকার সূত্রে দাবি, ওই এয়ারবেসগুলিতে ভারত বলেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ, দিল্লির উদ্দেশ্যে ছোড়া ‘ফতেহ ১’ প্রতিহত

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় ভূখণ্ডে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হলেও, অধিকাংশই ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যর্থ করা হয়েছে। হরিয়ানার সিরসার আকাশে একটি পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। দিল্লির দিকে ছোড়া ‘ফতেহ ১’ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী— এমনটাই দাবি সামরিক সূত্রের।

ভারতের প্রতিক্রিয়া: সেনা প্রস্তুত, প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠক স্থগিত

সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১০:৩০ টায় প্রতিরক্ষা মন্ত্রকের সাংবাদিক সম্মেলন হওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী দফতর ও প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক চলছে। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

বিশ্বজুড়ে নজর, উদ্বেগে কূটনৈতিক মহল

ভারত-পাকিস্তান সীমান্তে এই ধারাবাহিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রসংঘ-সহ বিভিন্ন কূটনৈতিক মহল থেকে দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে।

 

Bharat: Pakistan announces ‘Operation Bunyan-un-Marsus’ (‘Steadfast Fortress of Lead’) in response to India’s ‘Operation Sindoor,’ launching border attacks & claiming cyber/missile strikes. India retaliates with airbase explosions.

Advertisements