পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিতে জয়শঙ্করকে আমন্ত্রণ জানাল ইমরানের দল

বহু জল্পনার পর অবশেষে এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে (Pakistan) যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishshankar)। আগামী ১৫ ও ১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে…

Foreign Minister S Jaishankar Visit to US will discuss bilateral ties with Usa

বহু জল্পনার পর অবশেষে এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে (Pakistan) যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishshankar)। আগামী ১৫ ও ১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে বহুদেশীয় এসসিও সম্মেলন। আর এই সম্মেলন বানচাল করতে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। 

আর্থিক সংকটেই ‘সুর নরম’? ভারতের ‘প্যাকেজ’ পেয়ে শান্ত মালদ্বীপ

   

কারণ করাচি, ইসলামাবাদে এই মুহুর্তে শাহবাজ শরিফের বিরুদ্ধে প্রবল আন্দোলন চলছে। জেলবন্দী ইমরান খানের দল শরিফ সরকারকে উৎখাত করতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী।

বীরভূমে বিস্ফোরণে নিহত কত শ্রমিক? বিস্ফোরক বোঝাই লরি ঘিরে রহস্য

কিন্ত এরমধ্যেই জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে অশান্তি বাড়িয়েছেন খাইবারপাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা মুহম্মদ আলি সঈফ। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই জয়শঙ্কর পিটিআইয়ের আন্দোলনে যোগ দিক। এবং দেখুক পাকিস্তানে এভাবে গণতান্ত্রিক আন্দোলন হয়। আলির এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানের অন্দরমহলে।

পিটিআই নেতার এমন মন্তব্যকে দ্বায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে আখ্যায়িত করেছে শাহবাজ শরিফের দল পিএমএলএন। অন্যদিকে আরও এক জোটসঙ্গী পিপিপি-এর দাবি পিটিআই দেশ বিরোধী একটি দল। তাঁরা এসসিও সম্মেলন ভন্ডুল করতে চাইছে। আজকে জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছে, আগামীকাল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও আমন্ত্রণ জানাবে।

চতুর্থীর দিন আচমকা দাম কমল সবজির, মুখে হাসি আমজনতার

যদিও পরে পিটিআই-এর পক্ষ থেকে এমন আমন্ত্রণের খবর অস্বীকার করা হয়। তাঁদের দাবি এমন কোনও আমন্ত্রণ জানানো হয়নি। পাকিস্তানের অভ্যন্তরীন বিষয়ে ভারত কেন কোনও দেশই নাকগলাতে পারেনা।