পুঞ্চে প্রথম পাকিস্তানের টার্গেটেড ফায়ারিং! উত্তপ্ত সীমান্ত, মোক্ষম জবাব ভারতের

Pakistan ceasefire violation শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ফের উত্তেজনা। পরপর চতুর্থ রাতে পাকিস্তান সেনার তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিচালনার ঘটনা ঘটল। শনিবার গভীর…

Pakistan ceasefire violation

Pakistan ceasefire violation

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ফের উত্তেজনা। পরপর চতুর্থ রাতে পাকিস্তান সেনার তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিচালনার ঘটনা ঘটল। শনিবার গভীর রাতে কুপওয়াড়া ও পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে চালানো হয় ছোট অস্ত্রের গুলি।

   

ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, “২৭ এপ্রিল রাত থেকে ২৮ এপ্রিল ভোর পর্যন্ত পাকিস্তান সেনা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। আমাদের সেনাবাহিনী দ্রুত ও কার্যকরভাবে তার জবাব দিয়েছে।” এই প্রথম সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটল পুঞ্চ সেক্টরে৷ ফলে সীমান্তবর্তী এলাকায় আবারও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

পাহেলগাঁও হামলার রেশেই সীমান্তে উত্তেজনা

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ে ঘটে গিয়েছে নৃশংস জঙ্গি হামলা। চার সশস্ত্র জঙ্গির গোষ্ঠীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন সাধারণ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত লস্কর-ই-তইবা নামক পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন। পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে।

কড়া জবাব ভারতের, পরপর সিদ্ধান্ত কেন্দ্রের Pakistan ceasefire violation

জঙ্গি হামলার পরই কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’-র বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

*পাকিস্তানের সামরিক অ্যাটাশে-দের বহিষ্কার

*সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে স্থগিত

*আটারি সীমান্তে যাতায়াত বন্ধ

*পাকিস্তানের সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সহযোগিতা স্থগিত

প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, “যারা এই হামলার পিছনে রয়েছে, তাদের চিহ্নিত করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”

জঙ্গিদের ছবি প্রকাশ, ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

পাহেলগাম হামলার পর অভিযুক্ত তিন সন্ত্রাসবাদীর স্কেচ প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
তারা হল- হাশিম মুসা ওরফে সুলেমান – পাকিস্তান নিবাসী, আলি ভাই ওরফে তালহা ভাই – পাকিস্তান নিবাসী, আদিল হুসেন ঠোকার – কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা৷ এদের সম্পর্কে তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে প্রশাসন।

পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া, দ্বিপাক্ষিক চুক্তি বাতিল

ভারতের কড়া অবস্থানের পর পাকিস্তানও কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি—যেমন শিমলা চুক্তি, সাংবাদিক বিনিময়, বাণিজ্যিক যোগাযোগ ইত্যাদি বাতিল করার কথা ঘোষণা করেছে। এই আবহে সীমান্তে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দুই দেশেই সেনা প্রস্তুতি তীব্র হয়েছে বলে সূত্রের খবর।

উত্তেজনার মাঝে কূটনৈতিক টানাপোড়েন

জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ এবং নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও খারাপ করে তুলছে। সাধারণ মানুষ, বিশেষত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন তারই অপেক্ষায় গোটা দেশ।

Bharat: Tensions escalate along the Line of Control in Jammu & Kashmir as Pakistan Army violates ceasefire for the fourth consecutive night in Kupwara and Poonch. Indian Army retaliates effectively. This follows the deadly Pahalgam terror attack linked to Lashkar-e-Taiba, prompting strong security responses from India.