রকেট হামলায় আতঙ্ক পাঞ্জাবে (Punjab)। পুলিশ স্টেশনে রকেট লঞ্চার (rocket attack) দিয়ে হামলা। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া তরণ তারণ জেলার একটি পুলিশ স্টেশনে। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। থানা সামান্য ক্ষতিগ্রস্ত। কেউ আহত হয়নি।
অমৃতসর-ভাতিন্দা হাইওয়ের উপরে অবস্থিত সারহালি পুলিশ স্টেশনে শুক্রবার রাত ১ টা নাগাদ হামলা চালানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, রকেটটি যথেষ্ট শক্তিশালী ছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেন্সিক দল।
পাকিস্তান মদতপুষ্ট উগ্র শিখদের নেতৃত্বে খালিস্তানপন্থী জঙ্গি হরবিন্দর সিং রিন্ডার বাসস্থান থেকে খুব কাছেই অবস্থিত সারহালি। একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল রিন্ডা। চলতি বছরে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে হামলার পিছনে তাদের হাত ছিল বলেই মনে করা হচ্ছে। গত শুক্রবারেই সেই ঘটনার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে আম আদমি পার্টির সরকারকে বিন্দুমাত্র কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি ও কংগ্রেস। গত সাত মাসে এই নিয়ে দ্বিতীয়বার আরও এক পুলিশ স্টেশনে হামলা চলল।