Dawood Ibrahim: এ কী, খোদ পাক প্রধানমন্ত্রী বললেন দাউদ মৃত! ভুয়ো এক্স বার্তায় কমল ইন্টারনেটের গতি

একটা এক্স বার্তা-দাউদ ইব্রাহিম মৃত। এতেই ফের চমকে গেল দুনিয়া। চমকে গেলেন খোদ পাকিস্তানিরা। ততোধিক চমকে গেল ভারত সরকার। চমকানোর কারণ, মোস্ট ওয়ান্টেড ডন দাউদের…

Dawood Ibrahim

একটা এক্স বার্তা-দাউদ ইব্রাহিম মৃত। এতেই ফের চমকে গেল দুনিয়া। চমকে গেলেন খোদ পাকিস্তানিরা। ততোধিক চমকে গেল ভারত সরকার। চমকানোর কারণ, মোস্ট ওয়ান্টেড ডন দাউদের (Dawood Ibrahim) মৃত্যুর সংবাদ এক্স হ্যান্ডেলে লিখেছেন খোদ পাক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। তিন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময়টিতে দেশ চালানোর দায়িত্বে আছেন।

পাকিস্তান ও ভারত তোলপাড় দাউদের অসুস্থতার সংবাদে। এর মাঝে পাক প্রধানমন্ত্রীর নামে টুইট ঘিরে আরও তীব্র আলোড়ন। দাউদের সংবাদে পাকিস্তানে ইন্টারনেট গতি ধীর হয়ে যাওয়ায় বিতর্ক বাড়ছে। জানা যাচ্ছে, রবিবার রাতে দাউদ ইব্রাহিম অসুস্থ হয়। তাকে করাচির একটি হাসপাতালে রাখা হয়েছে। দাউদের কারণে ওই হাসপাতাল ঘিরে রেখেছে পাক সেনার বিশেষ কমান্ডো বাহিনী। দাউদকে বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা করা হয়। তবে এই প্রথম না, আগেও দাউদের অসুস্থতা ও মৃত্যুর সংবাদ এসেছে।

পাক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার কি তবে স্বীকার করে নিলেন দাউদ আছে পাকিস্তানেই? এমনই প্রশ্নে সরগরম ভারত ও পাকিস্তান। প্রধানমন্ত্রীর নামে এক্স বার্তায় পাকিস্তান সরকারও চমকে যায়। তড়িঘড়ি দাবি করা হয় এই এক্স বার্তা প্রধানমন্ত্রীর নয়। একাধিক পাক সংবাদমাধ্যমের ফ্যাক্ট চেক ইউনিট জানায় এই এক্স বার্তা প্রধানমন্ত্রীর নামে চলা একটি ফ্যান ফলোয়ার গ্রুপের।

মুম্বই পুলিশ আন্ডারওয়ার্ল্ড ডনকে হাসপাতালে ভর্তি করার বিষয়ে তার আত্মীয় আলিশাহ পারকার এবং সাজিদ ওয়াগলের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে। গত জানুয়ারিতে, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে জাতীয় তদন্তকারী সংস্থাকে বলেছিলেন যে আন্ডারওয়ার্ল্ড ডন দ্বিতীয়বার বিয়ে করার পরে করাচিতে থাকে। এনআইএ চার্জশিটে লিখেছে দাউদ ইব্রাহিমের  শীর্ষ সহযোগীরা পাকিস্তানের করাচি বিমানবন্দর নিয়ন্ত্রণ করে।

মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে মূল অভিযুক্ত ডন দাউদ ইব্রাহিম দীর্ঘ সময় ধরে পাকিস্তানের আশ্রিত। একাধিক প্রমাণ ও নথি দিনে ভারত এমনই দাবি করেছে। তবে দাউদের বিষয়ে দশকের পর দশক নীরব পাকিস্তান। তবে পাকিস্তানেরই কিছু তদন্তমূলক সংবাদ প্রতিষ্ঠান আগেই জানিয়েছে ভারতের দাবি সঠিক। দাউদ ইব্রাহিম থাকে করাচিতে। তাকে পাকিস্তান সরকার বিশেষ নিরাপত্তা দেয়। করাচি থেকেই দাউদ তার মাফিয়া ব্যবসা চালায়। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের সাথে বৈবাহিক আত্নীয়তার সম্পর্ক আছে দাউদের।