নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে পাক-মন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যে তোলপাড় গোটা দেশ। পথে নেমে প্রতিবাদ বিজেপির কর্মী-সমর্থকদের দিল্লিতে অবস্থিত পাক দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা।
বিলাওয়াল ভুট্টোর কুশপুত্তলিকা পোড়ানো হয় পাক দূতাবাসের সামনে। শুধু দিল্লি নয়, মোদীকে নিয়ে পাক বিদেশমন্ত্রীর করা মন্তব্যে প্রতিবাদ-বিক্ষোভ হয় গুজরাটের বিভিন্ন শহরে। জানা যায়, রাজকোট, বরোদা, গান্ধীনগর, জুনগড় এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ হয়। ভুট্টো-বিরোধী স্লোগান ওঠে বহু জায়গায়।
রাষ্ট্রসংধের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুজরাটের কসাই’ বলে আক্রমণ করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি।উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের তীব্র শ্লেষের মুখে পড়তে হয়েছিল পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে। এর প্রেক্ষিতেই নরেন্দ্র মোদীকে ‘গুজরাটের কসাই’ বলে আখ্যা দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী। এরপরই এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই মন্তব্যের কড়া ভাষায় নিন্দা জানানো হয়। বলা হয়, ‘সীমা লঙ্ঘন করে নিম্নরুচির আক্রমণ করেছে পাকিস্তান।