
জম্মু: উপত্যকায় শীতের আমেজ শুরু হতেই ফের সক্রিয় হয়ে উঠল সীমান্তের ওপার থেকে আসা ‘ড্রোন-সন্ত্রাস’। রবিবার সন্ধ্যা নামতেই জম্মু-কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ এবং সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক সন্দেহভাজন পাক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে। অনুপ্রবেশ এবং অস্ত্র পাচারের আশঙ্কায় সীমান্ত জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।
ভারতীয় ভূখণ্ডে ঢোকে ড্রোন
সেনা সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬:৩৫ নাগাদ রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে একটি ড্রোনকে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেখা যায়। গনিয়া-কালসিয়ান গ্রামের আকাশে ড্রোনটি নজরে আসতেই গর্জে ওঠে জওয়ানদের মেশিনগান। সেনার প্রতিরোধের মুখে পড়ে কয়েক মিনিটের মধ্যেই উড়ন্ত বস্তুটি পুনরায় পাকিস্তানের দিকে ফিরে যেতে বাধ্য হয়। প্রায় একই সময়ে রাজৌরির তেরিয়াথ এবং পুঞ্চের মানকোট সেক্টরেও ড্রোন সদৃশ আলো জ্বলতে থাকা বস্তু ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা।
উত্তেজনা সাম্বা জেলাতেও
উত্তেজনা ছড়িয়েছে সাম্বা জেলাতেও। রাত সোয়া সাতটা নাগাদ রামগড় সেক্টরের চক বব্রাল গ্রামের আকাশে একটি ড্রোন বেশ কিছুক্ষণ চক্কর কাটছিল বলে খবর। ঘটনার গুরুত্ব বিচার করে রাতেই ওই সমস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর তরফে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোয়েন্দাদের অনুমান, কুয়াশার সুযোগ নিয়ে জঙ্গিদের কাছে অস্ত্র বা মাদক পৌঁছে দিতেই এই ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতেই সাম্বার ঘাগওয়াল সেক্টর থেকে ড্রোনের মাধ্যমে ফেলা এক বিপুল পরিমাণ সমরাস্ত্র উদ্ধার করেছিল বাহিনী। যার মধ্যে ছিল দু’টি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও হ্যান্ড গ্রেনেড। মঙ্গলবারের এই একের পর এক ড্রোন অনুপ্রবেশের ঘটনা সেই পাচারচক্রেরই অংশ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও সেনার উচ্চপদস্থ কর্তারা। বর্তমান পরিস্থিতিতে গোটা জম্মু ডিভিশন জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
Bharat: Security forces in Jammu and Kashmir fired at suspected Pakistani drones in Rajouri, Samba, and Poonch. Following the recovery of an arms consignment, a massive search operation is underway along the LoC. Stay updated on the border high alert.




