বাজেট নিয়ে অর্থমন্ত্রীকে তুলোধোনা প্রাক্তনের

বাজেট নিয়ে এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitaraman) তথা কেন্দ্রকে তুলোধোনা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। মঙ্গলবার বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram)…

chidambaram petrol price

short-samachar

বাজেট নিয়ে এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitaraman) তথা কেন্দ্রকে তুলোধোনা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। মঙ্গলবার বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) বলেন, বাজেট ভাষণটি একজন অর্থমন্ত্রীর তরফ থেকে পড়া সবচেয়ে পুঁজিবাদী ভাষণ।

   

তিনি আরও উল্লেখ করেছেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভাষণে “দরিদ্র” শব্দটি মাত্র দুবার ব্যবহৃত হয়েছে। চিদাম্বরম বলেন, “দরিদ্র শব্দটি ৬ নং অনুচ্ছেদে মাত্র দুবার এসেছে এবং আমরা অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই দেশে দরিদ্র মানুষ আছে বলে মনে করার জন্য। চিন্তা নেই, খুব শীঘ্রই ভারতের জনগণ এই পুঁজিবাদী বাজেট প্রত্যাখ্যান করবে।”

বাজেট ইস্যুতে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আগামী ২৫ বছরের জন্য একটি পরিকল্পনার রূপরেখা তৈরি করছেন বলে তিনি ‘বিস্মিত ও মর্মাহত’। বলেন, “সরকার বিশ্বাস করে যে বর্তমানের কোনও মনোযোগের প্রয়োজন নেই এবং জনসাধারণকে ‘অমৃত কাল’ শুরু না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা যেতে পারে। এটি ভারতের জনগণকে উপহাস করছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তে অর্থমন্ত্রী কার্যত ঘোষণা করেছে যে ক্রিপ্টোকারেন্সি আজ থেকে বৈধ। এখন এই সব কিছুই ভারতের ৯৯.৯৯% মানুষের জন্য লাভজনক নয়।”

অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘যারা বেকারত্ব ও মুদ্রাস্ফীতির জন্য জর্জরিত তাঁদের জন্য এই বাজেট নয়। সরকার শুধু বড় বড় কথা বলে গেল, তাঁরা কী বলল সেটা সাধারণ মানুষের বধোগম্য নয়। কেন্দ্রের এই বাজেট পেগাসাস স্পিন বাজেট ছাড়া আর কিচ্ছু না।’