বেসুরো চিদাম্বরম: চলতি বিদ্যুৎ সঙ্কটের জন্য কংগ্রেসকেই তুলোধুনা করলেন

সাধারণত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পি চিদম্বরম (P Chidambaram)। কিন্তু সেই চিদম্বরমের গলাতেও এবার শোনা গেল দলের সমালোচনা। দেশে বিভিন্ন রাজ্যে চলতি…

P Chidambaram blames Congress for power crisis

সাধারণত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পি চিদম্বরম (P Chidambaram)। কিন্তু সেই চিদম্বরমের গলাতেও এবার শোনা গেল দলের সমালোচনা। দেশে বিভিন্ন রাজ্যে চলতি বিদ্যুৎ সঙ্কটের জন্য সরাসরি কংগ্রেসকেই দায়ী করেছেন এই প্রবীণ নেতা।

চিদম্বরম টুইট করেছেন, আমাদের দেশে প্রচুর পরিমাণে কয়লা মজুত আছে। রয়েছে একাধিক উন্নত মানের তাপবিদ্যুৎ কেন্দ্র। আছে শক্তিশালী রেল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু তারপরেও দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে বিদ্যুতের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। কয়লার অভাবেই এই সঙ্কট। তবে এই সঙ্কটের জন্য কোনওভাবেই মোদী সরকারকে দায়ী করা যায় না। এর জন্য দায়ী কংগ্রেসের ৬০ বছরের শাসন। একইসঙ্গে বর্তমানে বিদ্যুৎ, কয়লা ও রেল মন্ত্রকের মাথায় যারা আছেন তারা অত্যন্ত যোগ্য ও দক্ষ বলেও চিদম্বরম জানিয়েছেন।

   

চিদম্বরমের এই ট্যুইট প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি গুলাম নবি আজাদের মতো প্রবীণ নেতাও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের সেই তালিকায় এবার যোগ হল চিদম্বরমের নাম।

Advertisements

চিদম্বরম তাঁর ট্যুইটে বর্তমান বিজেপি মন্ত্রীদের যেমন প্রশংসা করেছেন তেমনি পূর্বতন কংগ্রেস সরকারের আমলের মন্ত্রীদের কটাক্ষ করেছেন। চিদম্বরম বলেছেন, কংগ্রেস আমলে যারা বিদ্যুৎ, কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিল তারা আদৌ দক্ষ ছিলেন না।

তিনি বলেছেন, চলতি বিদ্যুৎ সঙ্কট সামাল দিতে যাত্রীবাহী ট্রেন বাতিল করে কয়লাবাহী মাল গাড়ি চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার সেটা একেবারেই সঠিক ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত। এ থেকেই বোঝা যায়, মোদী হ্যায় তো মুমকিন হ্যায় কথাটা কতখানি সত্য।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News