Delhi: দুর্নীতি ইস্যুতে আপ-বিজেপি দু’পক্ষ যুযুধান, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রাতভর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল রাজধানী। দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে সংঘর্ষ রাতারাতি অব্যাহত ছিল কারণ উভয় পক্ষের বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করে। আপ নেতারা যখন লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তখন বিজেপি আবগারি নীতি মামলার তদন্তের জন্য মনীশ সিসোদিয়ার পদত্যাগ দাবি করছে।

২০১৬ সালে কেভিআইসি চেয়ারম্যান থাকাকালীন ১,৪০০ কোটি টাকার ফেস ভ্যালু সহ বাতিল নোট বিনিময়ের অভিযোগে লেফটেন্যান্ট-গভর্নর ভি কে সাক্সেনার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আপ বিধায়করা দিল্লিতে অবস্থান করে। আপ এবং বিজেপির মধ্যে দ্বন্দ্বে দিল্লি উত্তপ্ত।

   

আপ দিল্লি বিধানসভা চত্বরে এল-জি-র বিরুদ্ধে রাতভর অবস্থান কর্মসূচি ঘোষণা করার কয়েক ঘন্টা পরে, বিজেপি বিধায়করাও দুর্নীতির অভিযোগে মন্ত্রী মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনকে বরখাস্ত করার দাবিতে রাতভর ধর্না শুরু করেছিলেন।

কেন্দ্রশাসিত দিল্লির সরকার আম আদমিদের। মুখ্যমন্ত্রীর কেজরিওয়ালের পর আপ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে পরপর সিবিআই অভিযান বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। দিল্লির সরকার ফেলতে ছক করা হচ্ছে বলে দাবি আপের। বিরোধী দল বিজেপির দাবি, দুর্নীতির বিরুদ্ধে সিবিআই অভিযান চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন