‘অতিরিক্ত ভিড়েই বিপর্যয়’, যোগী সরকারকে রিপোর্ট পেশ পুলিশের

লখনউ: হাতরসে সৎসঙ্গে পদপৃষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর কারণ অতিরিক্ত ভিড়। মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল যোগী আদিত্যনাথকে হাতরসের ঘটনায় রিপোর্ট পেশ করেছে।…

Overcrowding Main Reason Hathras Stampede Probe Team Submits Report to Uttar Pradesh Cm Yodi Adityanath , 'অতিরিক্ত ভিড়েই বিপর্যয়', যোগী সরকারকে রিপোর্ট পেশ পুলিশের

লখনউ: হাতরসে সৎসঙ্গে পদপৃষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর কারণ অতিরিক্ত ভিড়। মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল যোগী আদিত্যনাথকে হাতরসের ঘটনায় রিপোর্ট পেশ করেছে। সেখানেই ওই ভয়ঙ্কর ঘটনার জন্য় অতিরিক্ত ভিড়কে দায়ী করা হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত জিজি (আগ্রা) অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড়ের ডিভিশনাল কমিশনার চৈত্র ভি এই রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্ট তৈরির সময় ‘ভোলে বাবা’ নারায়ণ সাকার হরির সৎসঙ্গে কর্তব্যরত পুলিশকর্মী সহ ১২৮ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। রিপোর্টটি মঙ্গলবারই রাজ্যের স্বরাষ্ট্র দফতরে জমা দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথের এ দিনই ওই রিপোর্ট দেখার সম্ভাবনা রয়েছে।

   

তবে পেশ করা ওই রিপোর্টে বিস্তারিতভাবে কী রয়েছে তা এখনও জানা যায়নি। একাংশের সূত্র জানাচ্ছে যে, সেখানে লেখা রয়েছে স্বঘোষিত ভগবান নারায়ণ সাকার ও তাঁর সহযোগিরা চেষ্টা করলেই এত জনের মৃত্যুর বিষয়টি এড়াতে পারতেন। ২ জুলাই ওই দুর্ঘটনার পর অনুষ্ঠানের প্রধান সংগঠক দেবপ্রকাশ মধুকর সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, এফআইআরে নাম নেই স্বঘোষিত ভগবান ‘ভোলে বাবা’ নারায়ণ সাকার হরি। এখনও নিখোঁজ তিনি।

রেকর্ড! তিন মাসে ১২ কোটি টাকার বৈদ্যুতিক শক্তি বাঁচাল পূর্ব রেল

যদিও একটি ভিডিও প্রকাশ করেছেন নারায়ণ সাকার হরি। হাতরসের সৎসঙ্গে ১২১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে ‘ভোলে বাবা’ অনুতাপ প্রকাশ করেছেন। তাঁর আইনজীবী এপি সিংয়ের একটি বিবৃতিও সামনে এসেছে। পাল্টা ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন তিনি। দাবি করেছেন, ‘ভোলে বাবা’ তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তবে, অজ্ঞাত ব্যক্তিরা অনুষ্ঠানে বিষ ছিটিয়েছিল, যার জেরেই পজপৃষ্টের ঘটনা ঘটে যায়।

উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত জিজি (আগ্রা) অনুপম কুলশ্রেষ্ঠ গত সপ্তাহে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন যে, পুলিশ ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেনি, তবে তখনও পর্যন্ত মেলা প্রমাণসমুহ আয়োজকদের দাবির সঙ্গে মিলেনি।

চলতি মাসের ২ তারিখ হাথরসের মুগলগঢ়হীতে একটি সৎসঙ্গের ডাক দিয়েছিলেন স্বঘোষিত ভগবান সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি। ওই নারায়ণ ভক্তদের কাছে ‘ভোলে বাবা’ বলেই পরিচিত। খোলা মাঠে তাঁবু খাটিয়ে সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষেই ঘটে যায় বড় বিপত্তি। তাড়াহুড়ো করে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত হন ১২১ জন।