Earthquake: গুজরাটে আবারও জোরাল ভূমিকম্প, জেনে নিন তীব্রতা

গুজরাটের (Gujarat) আমরেলি জেলায় ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ০৬ মিনিটে ৩.১ মাত্রার ভূমিকম্প হয়।

Earthquake Gujarat

গুজরাটের (Gujarat) আমরেলি জেলায় ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ০৬ মিনিটে ৩.১ মাত্রার ভূমিকম্প হয়। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারিও আমরেলি জেলায় ৩.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে এটা স্বস্তির বিষয় যে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সমোলজি রিসার্চ ইনস্টিটিউট তার আপডেটে বলেছিল, ভূমিকম্পটি সকাল ৭.৫১ মিনিটে হয়েছিল এবং এর কেন্দ্রস্থলটি আমরেলি শহরের ৪৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৩.২ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।

২০ ফেব্রুয়ারিও কচ্ছ জেলায় মৃদু ভূমিকম্প হয়েছিল। সোমবার সকাল ১১.৪১ মিনিটে ৩.২ মাত্রার ভূমিকম্প হয়। যখন কেন্দ্র পয়েন্টটি দুধাই থেকে ২৮ কিলোমিটার দূরে রেকর্ড করা হয়েছে। এর আগেও সৌরাষ্ট্রের আমরেলি ও সুরাটে মৃদু কম্পন অনুভূত হয়েছে। গত ৮ ও ৯ ফেব্রুয়ারিও কছায় ভূমিকম্প হয়।

   

কচ্ছ আহমেদাবাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। কচ্ছকে ভূমিকম্পের জোন-৫-এ রাখা হয়েছে। অর্থাৎ ভূমিকম্প হলে কচ্ছে ব্যাপক ক্ষতি হতে পারে। কচ্ছ অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ সিসমিক জোনে অবস্থিত। এখানে প্রতিনিয়ত কম তীব্রতার ভূমিকম্প হয়। কচ্ছেই ২০০১ সালে একটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল৷ যাতে ১৩,৮০০ মানুষ মারা গিয়েছিল। এর পাশাপাশি আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ। ভূমিকম্পে জেলার বিভিন্ন শহর ও গ্রামের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।