Uttarakhand election 2022: পরিযায়ী শ্রমিক ইস্যুতে মোদীকে আক্রমণ প্রিয়াঙ্কার

উত্তরাখণ্ডে গিয়ে নির্বাচনী আবহাওয়া গরম করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেইসঙ্গে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী। করোনার প্রথম ঢেউ চলাকালীন কাতারে কাতারে…

উত্তরাখণ্ডে গিয়ে নির্বাচনী আবহাওয়া গরম করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেইসঙ্গে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী। করোনার প্রথম ঢেউ চলাকালীন কাতারে কাতারে মানুষ কাজ হারিয়ে নিজেদের বাড়ি ফিরেছিলেন। আর সেই নিয়ে রাজনীতি করেছে কংগ্রেস বলে অভিযোগ তুলেছিল বিজেপি। পাল্টা অভিযোগ করেছিল কংগ্রেসও। আর এই পরিযায়ী শ্রমিক ইস্যুতেই কেন্দ্রকে এক হাত নিলেন প্রিয়াঙ্কা।

Advertisements

উত্তরাখণ্ডের খতিমায় গিয়ে কংগ্রেস নেত্রী বলেন, ‘এক সময়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেছে এবং রাজনীতির মাধ্যমে দেশে করোনা ছড়িয়েছে। কিন্তু আমি বলতে চাই, ওদের কি তাহলে আমরা রাস্তাতেই ছেড়ে দিতাম? আপনাদের মতো রাজনীতি করতাম? না, সেই সময়ে আমরা আমাদের কর্তব্য পালন করেছি।’

   

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এখানে অভিবাসনের হার বেশি। কেন এটা হচ্ছে? রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না। আপনাদের রাজ্যে সবকিছুই আছে – হিমালয়, প্রকৃতি, পর্যটনের সুযোগ – কিন্তু কোনও কর্মসংস্থান নেই। কাজের জন্য এখান থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন মানুষ।’

এর পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা জানান, ‘কংগ্রেস অবশ্যই উত্তরাখণ্ডে ক্ষমতায় আসবে কারণ বিজেপি সরকারের ওপর সাধারণ মানুষ বিরক্ত। মুদ্রাস্ফীতি রোধ এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী কী করতে চলেছেন তা জনগণকে জানানো উচিত। তিনি মেয়েদের জন্য কী করবেন সেটাও সকলকে জানানো উচিৎ।’