Covid 19: দেশে লক্ষাধিক শিশুকে অভিভাবকহীন করেছে করোনা

Corona situation in India

২০২০ সালের এপ্রিল থেকে শুরু করে ২০২১ ডিসেম্বর পর্যন্ত গোটা দেশে ১ লাখ ৪৭ হাজার ৪৯২টি শিশু তাদের মা-বাবা বা অভিভাবককে হারিয়েছে। শুধু করোনা (covid 19) নয়, অন্যান্য কারণেও এই সমস্ত শিশুরা অভিভাবকদের মধ্যে কমপক্ষে একজনকে হারিয়েছে বা পুরোপুরি অনাথ  হয়ে গিয়েছে।

Advertisements

এই চাঞ্চল্যকর পরিসংখ্যান দিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস বা এনসিপিসিআর। কমিশন তাদের ওয়েবসাইটেও এই তথ্য উল্লেখ করেছে। কমিশন আদালতে হলফনামা পেশ করে এই অনাথ শিশুদের সম্পর্কে বিস্তারিত তথ্য জমা করেছে।

কমিশন জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সকলেই যে করোনার কারণে অভিভাবকহীন হয়েছে তা নয়। অন্যান্য কারণেও শিশুরা তাদের অভিভাবকদের হারিয়েছে। করোনাকালে অনাথ হয়ে যাওয়া শিশুদের খাদ্য, আশ্রয় ও শিক্ষা সম্পর্কে জানতে একটি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা চলছে। সেই মামলার শুনানিতে আদালতে এই তথ্য পেশ করেছে কমিশন।

কমিশনের পেশ করা তথ্য থেকে জানা গিয়েছে, অভিভাবকহীন শিশুর মধ্যে ৭৬৫০৮টি ছেলে এবং ৭৯৯৮০ টি মেয়ে। ৮ থেকে ১৩ বছরের মধ্যে শিশুর সংখ্যা ৫৯০১০ জন। ১৪ থেকে ১৫ বছরের অভিভাবকহীন শিশুর সংখ্যা ২২৭৬৩ জন। ৪ থেকে ৭ বছরের শিশুর সংখ্যা ২৬০৮০ জন। ৪ জন তৃতীয় লিঙ্গের শিশুও আছে।

Advertisements

কমিশন তার পেশ করা তথ্যে জানিয়েছে, ১৫২৯টি শিশু চিল্ড্রেন হোমে আছে। ১৯ টি শিশু আছে শেল্টার হোমে। দুজন ওপেন শেল্টার হোম ও পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে। ১৮৮ শিশুকে অনাথ আশ্রমে পাঠানো হয়েছে। ৬৬টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে। ৩৯ টি শিশু হস্টেলে আছে।

করোনার কারণে সবচেয়ে বেশি ওডিশায় ২৪৪০৫ টি শিশু অভিভাবকহীন হয়েছে। অভিভাবকহীন শিশুর সংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র ও গুজরাট। পশ্চিমবঙ্গে ৬৮৩৫ জন শিশু অভিভাবকহীন হয়েছে।