HomeBharatAkhilesh Yadav: সপা নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে

Akhilesh Yadav: সপা নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে

- Advertisement -

নিউজ ডেস্ক, লখনউ: নিজের ব্যক্তিগত সচিব থেকে শুরু করে ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে আয়কর হানার (Income Tax Raid) ঘটনায় বেজায় চটেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। শনিবারই সপা নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, সমাজবাদী পার্টির (Samajwadi Party) তিন নেতার বাড়িতে আয়কর হানার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রবিবার তিনি দাবি করলেন, তাঁর দলের সমস্ত নেতার ফোন ট্যাপ করা হচ্ছে।

সমাজবাদী পার্টির নেতা তথা মুখপাত্র রাজীব রাই (Rajiv Rai), অখিলেশ যাদবের ব্যক্তিগত সচিব জ্ঞানেন্দ্র যাদব (Jainendra Yadav) ও নেতা মনোজ যাদব (Manoj Yadav) নামে অপর এক নেতার বাড়িতে শনিবার সকালেই আয়কর দফতর হানা দেয়। বারাণসী থেকে সকালেই আয়কর বিভাগের একটি দল উত্তরপ্রদেশের মৌ জেলায় রাজীব রাইয়ের বাড়িতে হানা দেয়। জানা গিয়েছে, কর্নাটকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মালিক রাজীব রাই। সেই সংক্রান্ত তদন্তেই আয়কর বিভাগ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। অখিলেশ যাদবের ঘনিষ্ঠ নেতা মনোজ যাদবের মইনপুরীর বাড়িতেও একইভাবে তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। মনোজ আরসিএল গ্রুপ অফ কোম্পানির অন্যতম মালিক বলে জানা গিয়েছে। মইনপুরী সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলেই পরিচিত।

   

আয়কর হানার পরই শনিবারই অখিলেশ বলেছিলেন, “নির্বাচন আসছে, তাই এইসব হচ্ছে। এখন তো সবে আয়কর বিভাগ এসেছে, এর পর সিবিআই আসবে, ইডি আসবে। আরও কত কেউ আসবে। কিন্তু কেউই সাইকেলের (সমাজবাদী পার্টির প্রতীক) গতি থামাতে পারবে না। দুরন্ত গতিতেই সাইকেল চলবে। এর গতি আটকানো যাবে না। উত্তরপ্রদেশ থেকে এবার মুছে যাবে বিজেপি। রাজ্যের মানুষকে আর বোকা বানানো যাবে না। রাজীব রাইয়ের বাড়িতে কেন একমাস আগে তল্লাশি চালানো হল না? নির্বাচনের ঠিক আগে কেন তল্লাশি হল বলে প্রশ্ন তুলেছেন অখিলেশ।

পাশাপাশি এদিন সকালে ফের রাজ্যের শাসক দল বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “দলের সমস্ত নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে। রোজ বিকেলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই রেকর্ডিং শোনেন।” শনিবার গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) “উপযোগী” বলে অ্যাখ্যা দিয়েছিলেন। সেই আখ্যাকে কটাক্ষ করে অখিলেশ বলেন, “উনি উপযোগী নন, বরং অনুপযোগী।”

অখিলেশ আরও বলেন, কংগ্রেসের দেখানো পথেই তদন্তকারী সংস্থা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি সরকার। আগে যখন কাউকে ভয় দেখানোর প্রয়োজন হত তখন কংগ্রেস এই কৌশলই অনুসরণ করত। এখন বিজেপি, কংগ্রেসের দেখানো পথেই হাঁটছে। তারাও ঠিক নির্বাচনের আগে সিবিআই, ইডি, আয়কর বিভাগকে কাজে নামিয়েছে। এতদিন না করে হঠাৎ করে কেন ভোটের মুখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে? দেখে শুনে মনে হচ্ছে, আয়কর বিভাগও নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছে। এবার সিবিআই, ইডিও আসবে।”

আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের গতিপ্রকৃতি ঘো বলয়ের এই বৃহত্তম রাজ্যের ভোটের ফলাফল থেকে কিছুটা হলেও আন্দাজ করা যাবে। সেই কারণে প্রতিটি রাজনৈতিক দলের কাছেই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের আগে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রাজ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করছে। যদিও বিরোধী নেতা হিসাবে অখিলেশ যাদবের দাবি, পূর্ববর্তী সরকারের উন্নয়নমূলক প্রকল্পকেই নিজের নামে চালানোর চেষ্টা করছে বিজেপি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তাঁর সরকারের কল্পনাপ্রসূত। অন্যদিকে, গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ মায়াবতীর সরকার থাকাকালীনই শুরু হয়েছিল।

- Advertisement -
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular