উত্তপ্ত রাজ্যসভা, ওয়াকআউট বিরোধীদের

শুক্রবার আবারও একবার উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। ওয়াকআউট করলেন বিরোধীরা। জানা গিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম (ডিএমকে) সহ বিরোধী দলগুলির আইনপ্রণেতারা তামিলনাড়ুর…

শুক্রবার আবারও একবার উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। ওয়াকআউট করলেন বিরোধীরা। জানা গিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম (ডিএমকে) সহ বিরোধী দলগুলির আইনপ্রণেতারা তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) অব্যাহতি বিল ফিরিয়ে দেওয়ার পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ু বিধানসভা এনইইটি বাতিল করার জন্য বিলটি পাস করে। সেইসময়ে এমবিবিএস. বিডিএসের প্রবেশিকা পরীক্ষাকে বাতিল করে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলের উপর ডাক্তারিতে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত নিট পরীক্ষার আগের দিন এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনার জেরে নড়েচড়ে বসেছিল রাজ্য সরকার।

   

Advertisements

এ বিষয়ে ডিএমকে সাংসদ ত্রিচি শিবা বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অন্তত দুবার এনিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। নিট বিলকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু তিনি তা করেননি। তিনি যুক্তরাষ্ট্রীয় মনোভাবের বিরুদ্ধে যাচ্ছেন। আমারা এনিয়ে রাজ্যসভায় বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু সেখানেও বলতে দিচ্ছেন না।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News