বিদেশীদের ভোটারাধিকার দিতে চায় বিরোধীরা: কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে বিশেষ নিবিড় সংশোধনের কোপে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। নির্বাচন কমিশনকে ‘হাতের পুতুল’ বানিয়ে ‘ভোট চোর’ অভিযোগে…

বিদেশীদের ভোটারাধিকার দিতে চায় বিরোধীরা: কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে বিশেষ নিবিড় সংশোধনের কোপে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। নির্বাচন কমিশনকে ‘হাতের পুতুল’ বানিয়ে ‘ভোট চোর’ অভিযোগে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেস, আরজেডি। এই নিয়ে উত্তাল বিহারের রাজনীতি। এবার রাহুল গান্ধী সহ বিরোধীদের বিরুদ্ধে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন।

তিনি বলেন, “রাহুল গান্ধী আসলে দেশে অশান্তি, বিশৃঙ্খলতা আনতে চান। কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে গুজরাট নির্বাচনের সময় তাহলে প্রধানমন্ত্রী কিভাবে ভোট চুরি করতে পারেন? আসলে রাহুল গান্ধী এবং বিরোধীরা এমন মানুষদের ভোটারাধিকার দিতে চান যারা এই দেশের মানুষই নন!” রাহুল গান্ধীর “গুজরাট মডেল, চুরির মডেল” কটাক্ষের জবাবে রাজীব রঞ্জনের পাল্টা বক্তব্য, “তেজস্বী যাদব এখন ওনাদের সঙ্গে ঘুরছেন, লালু প্রসাদ ওদের আলিঙ্গন করছেন! যাদের নাম দেশের দুর্নীতি তালিকার শীর্ষে।”

   

বিহারে বিশেষ নিবিড় সংশোধনের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, “বুথ স্তরে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তাইকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নাগরিকত্ব প্রমাণ করতে কমিশন ১১ নথির তালিকাও দিয়েছে।” এরপরেই বিরোধীদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, “আসলে ভোটের সময় এরাই কারচুপি করবে। কর্ণাটক, তেলেঙ্গানায় জেতার পর এদের ‘ভোট চুরির’ যুক্তি কোথায় ছিল?”

Advertisements

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর মোট ১৩০০ কিলোমিটার এবং ২০ টি জেলা পেরিয়ে শেষ হবে ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা। বৃহস্পতিবার বরিষ্ঠ কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “এই যাত্রা যেন তীর্থযাত্রা। যেখানে মানুষ বিশ্বাস, আস্থার সঙ্গে এসে যোগদান করছেন। পাটনার গান্ধী ময়দান থেকে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির সামনে আগামী ১ সেপ্টেম্বর এই যাত্রা শেষ করবেন আমাদের নেতারা।”