“বৃদ্ধ নীতিশ কুমার! বিহারের দ্রুত উন্নয়নে অযোগ্য!” কটাক্ষ তেজস্বীর

পাটনা: বিহারের দ্রুত উন্নয়নে জেডিইউ-কে বাধা দেবে নীতিশের (Nitish Kumar) বয়স! শনিবার ‘কারপুরি অতি পিছড়া অধিকার সংবাদ’-এর অনুষ্ঠানে তেজস্বী যাদব (Tejaswi Yadav) বলেন, “বিহারকে পরিচালনা…

পাটনা: বিহারের দ্রুত উন্নয়নে জেডিইউ-কে বাধা দেবে নীতিশের (Nitish Kumar) বয়স! শনিবার ‘কারপুরি অতি পিছড়া অধিকার সংবাদ’-এর অনুষ্ঠানে তেজস্বী যাদব (Tejaswi Yadav) বলেন, “বিহারকে পরিচালনা করার ক্ষমতা নীতিশ কুমারের (Nitish Kumar) আর নেই। ওনার বয়স হয়েছে। বিহারের দ্রুত উন্নয়ন প্রয়োজন। আমাদের এক নতুন বিহার গড়ে তুলতে হবে।”

Advertisements

এরপরেই এনডিএ (NDA) এবং শাসকদল জেডিইউ(JDU)-এর বিরুদ্ধে তোপ দেগে আরজেডি নেতা বলেন, “বিহারের পিছিয়ে পড়া সমাজের মানুষদের এনডিএ কেবমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছে। কিন্তু আমাদের দল ক্ষমতায় এলে পিছিয়া পড়া জাতি বিহারের ভোট ব্যাংক নয়, বরং পাওয়ার ব্যাংক হবে”। এদিন বিহারের ‘পিছিয়ে পড়া সমাজ’-এর একটি জনসভার ভাষণের পর তেজস্বী বিহারের মহিলাদের জন্য একাধিক প্রকল্প আনার কথা ঘোষণা করেন।

   

সাংবাদিকদের তিনি বলেন, “আসন্ন নির্বাচনে আরজেডি (RJD) ক্ষমতায় আসলে দ্য মা যোজনা এবং বেটি যোজনা শুরু হবে। সেইসঙ্গে দ্য মাই বেহেন মান যোজনাও শুরু হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবারেই দ্য মাই বেহেন মান যোজনার ঘোষণা করেছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী। সেইওস্নগে বিহারে ক্ষমতায় টিকে থাকলে “পরিবর্তন অবশ্যই আসবে” বলে ঘোষণা করেন উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

আরজেডির (RJD) নির্বাচন-প্রতিশ্রুতি নকলের অভিযোগ

উল্লেখ্য, কংগ্রেস এবং আরজেডি বিহারে ক্ষমতায় আসলে দ্য মাই বেহেন যোজনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল। যার আওতায় আর্থিক ভাবে অসচ্ছল, দুঃস্থ মহিলাকে মাসিক ২৫০০ টাকা করে দেওয়া হবে বলে দাবি করেছিল আরজেডি-কংরেস। জেডিইউ তাঁদের সব প্রকল্পকে নকল করে নিচ্ছে বলে আগেই তোপ দেগেছিলেন তেজস্বী। সম্প্রতি পাটনায় “অতি পিছড়া ন্যায় সংকল্প” অনুষ্ঠানে এনডিএ সরকারকে “নকলবাজ” বলে কটাক্ষ করেছিলেন তেজস্বী যাদব। সেইসঙ্গে “বর্তমান শাসকদলের দূরদর্শীতার অভাব”, বলেও মন্তব্য করেছিলেন তিনি।