Breaking News: দুষ্কৃতিদের গুলিতে গুরুতর জখম স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি

Breaking News: রবিবার ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে (Naba Das) গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ব্রজরাজনগরের গান্ধী চকে একটি অনুষ্ঠান চলাকালে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে গুলি করে।

naba-das

Breaking News: রবিবার ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে (Naba Das) গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ব্রজরাজনগরের গান্ধী চকে একটি অনুষ্ঠান চলাকালে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে গুলি করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নব দাসকে। তথ্য অনুযায়ী, নব দাসের বুকে গুলি লেগেছে। এ বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বলা হচ্ছে, হামলাকারীরা পুলিশের পোশাক পরে এসেছিল।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তার নিরাপত্তায় নিয়োজিত এএসআই গোপাল দাস নব দাসকে লক্ষ্য করে গুলি চালায়। স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাঁচটি গুলি করা হয়। বলা হচ্ছে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নবা দাসকে গুলি করা হয়। এ বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত এএসআই গোপাল দাস পলাতক রয়েছে বলে জানা গেছে।

Advertisements

আরও পড়ুন.. Odisha: পুলিশকর্মী কেন গুলি করেছে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে? সিট গঠন