পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী

ওড়িশা হাতছাড়া হল বিজেডি (BJD)-র। গতকাল লোকসভা ভোটের পাশাপাশি ওড়িশার বিধানসভা ভোটের ফলাফল বেরোয়। আর সেই ফলাফল বেরোতেই সকল চোখ রীতিমতো কপালে উঠে গিয়েছিল। বিধানসভা…

ওড়িশা হাতছাড়া হল বিজেডি (BJD)-র। গতকাল লোকসভা ভোটের পাশাপাশি ওড়িশার বিধানসভা ভোটের ফলাফল বেরোয়। আর সেই ফলাফল বেরোতেই সকল চোখ রীতিমতো কপালে উঠে গিয়েছিল। বিধানসভা ভোটে হারের পর এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক (Naveen Patnaik)।

Image

   

আজ বুধবার ভুবনেশ্বরের রাজভবনে ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের কাছে পদত্যাগপত্র জমা দিলেন নবীন পট্টনায়েক। ১৯৯৭ সাল থেকে ওড়িশা শাসন করা বিজু জনতা দল বিজেপির কাছে হেরে ২৪ বছরের রাজত্ব ভেঙে গেল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি এবার ওড়িশা বিধানসভা নির্বাচনের ফলাফলও মানুষকে অবাক করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও তার বিধানসভা আসন থেকে নির্বাচনে হেরে গেছেন। গত ২৪ বছর ধরে ওড়িশায় ক্ষমতায় থাকা পট্টনায়ক এখনও পর্যন্ত একটিও নির্বাচনে হারেননি। এবারই প্রথম কোনো নির্বাচনে কারও কাছে পরাজিত হলেন তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার পর এবার ওড়িশায় গঠিত হতে চলেছে বিজেপি সরকার।

ওড়িশা বিধানসভায় মোট ১৪৭টি আসন রয়েছে। সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ৭৪টি আসন। সেখানে বিজেপি একাই পেয়েছে ৭৭টি আসন। বিজেডি কমে হয়েছে ৫২টি আসন। কংগ্রেস পেয়েছে ১৪টি আসন। নবীন পট্টনায়েক বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি হিঞ্জলি আসন থেকে জয়ী হন। কান্টাবাঞ্জিতে তিনি বিজেপি প্রার্থী লক্ষ্মণ বেগের কাছে পরাজিত হন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসন জিতেছে, বাকি একটি আসন কংগ্রেস জিতেছে। নবীন পট্টনায়েক তাঁর বাবা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকের নামে বিজেডি দলের মাধ্যমে রাজ্য রাজনীতিতে অপ্রত্যাশিতভাবে প্রবেশ করেছিলেন।