‘৩০ দিনের মধ্যে তদন্ত হোক’, সেবি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহুয়ার

লোকসভা ভোট মিটতে না মিটতেই বড় পদক্ষেপ নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। জানা গিয়েছে, আজ শুক্রবার লোকপালে সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচ ও…

mahua moitra

লোকসভা ভোট মিটতে না মিটতেই বড় পদক্ষেপ নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। জানা গিয়েছে, আজ শুক্রবার লোকপালে সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ। অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও কারসাজির অভিযোগ আনা হয়েছে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে লিখেছন, ‘মিস পুরি-বুচের বিরুদ্ধে আমার লোকপাল অভিযোগ বৈদ্যুতিন এবং শারীরিক আকারে দায়ের করা হয়েছে। ৩০ দিনের মধ্যে লোকপালকে প্রাথমিক তদন্ত এবং তারপরে সম্পূর্ণ এফআইআর তদন্তের জন্য সিবিআই বা ইডির কাছে পাঠাতে হবে। জড়িত প্রতিটি একক সত্তাকে তলব করা দরকার এবং প্রতিটি লিঙ্ক তদন্ত করা দরকার।’ তিন পাতার চিঠিতে মহুয়া মৈত্র বলেন, যেহেতু বিষয়টি জাতীয় স্বার্থ ও কোটি কোটি বিনিয়োগকারীর স্বার্থ জড়িত, তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত।

   

তৃণমূল সাংসদ ওই পোস্টে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও পবন খেরাকেও ট্যাগ করেন। মার্কিন শর্ট-শেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ প্রথম বুচের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিল। তিনি স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেছিলেন।

গত অগাস্টে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ অভিযোগ করেছিল, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহার কারণ হতে পারে তাদের প্রধান মাধবী পুরী বুচ। সেবি প্রধান এই অভিযোগকে “ভিত্তিহীন” বলে অভিহিত করেছেন এবং আদানি গ্রুপ বলেছে যে বুচের সাথে তাদের কখনই কোনও বাণিজ্যিক সম্পর্ক ছিল না। এর আগে সেবির চেয়ারম্যানকে সাসপেন্ড করার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।