Sikkim: ঘুরতে গিয়ে মহা বিপাকে ৫০০ পর্যটক, আসরে নামলো ভারতীয় সেনা

ফের শিরোনামে উঠে এল সিকিম (Sikkim) র্যায়। ঘুরতে গিয়ে মহাবিপাকে শোয়ে শোয়ে পর্যটকরা। কয়েক মাস আগে ঘটে যাওয়া হরপা বানের স্মৃতি এখনো মানুষকে তাড়া করে…

Sikkim: ঘুরতে গিয়ে মহা বিপাকে ৫০০ পর্যটক, আসরে নামলো ভারতীয় সেনা

ফের শিরোনামে উঠে এল সিকিম (Sikkim) র্যায়। ঘুরতে গিয়ে মহাবিপাকে শোয়ে শোয়ে পর্যটকরা। কয়েক মাস আগে ঘটে যাওয়া হরপা বানের স্মৃতি এখনো মানুষকে তাড়া করে বেড়ায়। সেই স্মৃতি সহজে ভোলার নয়। এই আচমকা আসা হরপা বনের কারণে বহু মানুষের মৃত্যু হয়।

তবে এই স্মৃতির মাঝেই ফের একবার সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো এই সিকিম। তবে এবার কোনও বান নাকি, এবার আচমকা হওয়া তুষারপাতের কারণে চরম বিপাকে পড়লেন সাধারণ পর্যটকরা। আটকে পড়েছিলেন ৫০০ পর্যটক। শেষমেষ তাঁদের উদ্ধার করতে আসরে নামতে হল ভারতীয় সেনা (Indian Army)-কে।

জানা গিয়েছে, বুধবার পূর্ব সিকিমের নাথুলায় হঠাৎ ভারী তুষারপাতের কারণে ৫০০ পর্যটক সহ প্রায় ১৭৫টি গাড়ি আটকে পড়ে। যদিও ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের সেনা সদস্যরা সাব জিরো তাপমাত্রার উপেক্ষা করে আটকে পড়া পর্যটকদের উদ্ধার ও ত্রাণ সরবরাহ করতে ছুটে যায়।

Advertisements

পর্যটকদের নিরাপদে পৌঁছাতে সহায়তা করার জন্য তাত্ক্ষণিক মেডিকেয়ার, গরম রিফ্রেশমেন্ট/খাবার এবং নিরাপদ পরিবহন সময়মতো সরবরাহ করা হয়েছিল। সিকিমের সীমান্ত পাহারা দেওয়ার সময় ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কর্পস সর্বদা বেসামরিক প্রশাসন এবং জনগণকে সহায়তা করার জন্য প্রস্তুত।