উপত্যকায় সক্রিয় ৫০-৫৫ জন জঙ্গি! ৫০০ প্যারা কম্যান্ডো মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার

লাগাতার কিছু সময় ধরে কাশ্মীরে জঙ্গি হামলা যেন থামারই নাম নিচ্ছে না। দফায় দফায় জঙ্গি হামলায় কখনও সাধারণ নিরীহ মানুষ নয়তো ভারতীয় সেনার জওয়ানরা শহীদ,…

para commando উপত্যকায় সক্রিয় ৫০-৫৫ জন জঙ্গি! ৫০০ প্যারা কম্যান্ডো মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার

লাগাতার কিছু সময় ধরে কাশ্মীরে জঙ্গি হামলা যেন থামারই নাম নিচ্ছে না। দফায় দফায় জঙ্গি হামলায় কখনও সাধারণ নিরীহ মানুষ নয়তো ভারতীয় সেনার জওয়ানরা শহীদ, আহত হচ্ছেন। তবে এবার এই ঘটনায় ফুলস্টপ দিতে চরম সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। কাশ্মীর ঘাঁটিতে লুকিয়ে থাকা এবং সন্ত্রাস ছড়ানো জঙ্গিদের খুঁজে বের করতে প্যারা কম্যান্ডোদের নামানো হবে।

কড়া হাতে জঙ্গি মোকাবিলায় কৌশল তৈরি করেছে সেনাবাহিনী। ক্রমবর্ধমান অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এলাকায় তাদের মোতায়েনগুলি পুনরায় সামঞ্জস্য করার চেষ্টা করছে। এদিকে প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, এলাকায় প্রায় ৫০০ প্যারা স্পেশাল ফোর্সের কম্যান্ডো মোতায়েন করা হয়েছে। জম্মু এলাকায় ৫০-৫৫ জন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

   

একাধিক এলাকার গোয়েন্দা সংস্থাগুলিও তাদের যন্ত্রপাতি জোরদার করেছে বলে সূত্রের খবর। ৩৫০০-৪০০০ কর্মীর একটি ব্রিগেড সহ সেনা ইতিমধ্যেই ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা সূত্রে খবর, এ বার জঙ্গিরা নতুন অস্ত্রে সজ্জিত হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের নির্মূল করার কৌশল নেওয়া হচ্ছে সেনার তরফে। জঙ্গিদের মোকাবিলা করার পরিকাঠামো আগে থেকেই সেনাবাহিনীর হাতে রয়েছে। এ ছাড়া রোমিও ও ডেল্টা বাহিনীর পাশাপাশি রাষ্ট্রীয় রাইফেলসের দুটি বাহিনী রয়েছে। একই সময়ে, একটি নিয়মিত পদাতিক সেনাকেও তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে জম্মুকে টার্গেট করেছে জঙ্গিরা। গত ৯ জুন রিয়াসিতে তীর্থযাত্রী ভর্তি একটি বাসে গুলি চালায় জঙ্গিরা। এতে ৯ জন নিহত হন। গত ৮ জুলাই কাঠুয়ায় সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। গত এক মাসে সাতটি বড় ধরনের ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা। এর মধ্যে ১২ জন জওয়ান শহিদ হয়েছেন, ৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।