ভারত নয়, পাকিস্তানের জন্য ইস্তেহার তৈরি করেছে কংগ্রেস, পুরোনো দলকে এভাবেই নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা৷ শনিবার কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে তিনি একথা বলেছেন, তবে পাল্টা দিয়েছে কংগ্রেসও৷ তাদের মতে, হিমন্তের ধর্মনিরপেক্ষতা নীতি বোঝার ক্ষমতা নেই৷
প্রসঙ্গত, হিমন্তের আগে কংগ্রেসকে তাদের ইস্তেহার নিয়ে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদীও৷ তিনি বলেছিলেন, ‘ইস্তেহারে গুচ্ছ গুচ্ছ মিথ্যা কথা বলে কংগ্রেস নিজেদের মুখোশ খুলে দিয়েছে। প্রতিটি পাতায় ভারতকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে। স্বাধীনতার আগে মুসলিম লিগের ভাবনার প্রতিফলন রয়েছে এই ইস্তাহারে। এখানে কমিউনিস্ট ও বামপন্থীদের চিন্তাধারার প্রতিফলনও ঘটেছে।’
আরও পড়ুন: ‘পারলে ভোটের আগেই আরও বিয়ে করে নিন’, মুসলিম সাংসদকে কেন এমন বললেন Himanta Biswa Sarma?
আবার ভোপালে কংগ্রেসকে নিশানা করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেন, কংগ্রেস তার ইস্তেহারে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল এর আগে, তার কিছুটা পূরণ করলেও ভারত আজ আরও শক্তিশালী দেশ হতে পারতো৷
প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন৷ সমগ্র দেশে ৭ দফায় এই ভোট সম্পন্ন হবে৷ প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে ইস্তেহার প্রকাশ, বিভিন্ন কাজে ব্যস্ত রাজনৈতিক দলগুলি৷ গত শুক্রবার, কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করেছে এবং ভোটের নথিতে পাঁচটি ‘ন্যায়’ এবং সেইগুলির অধীনে ২৫টি গ্যারান্টি দিয়েছে। আর তারপরই গেরুয়া শিবিরের কটাক্ষের মুখে পড়তে হয়েছে হাত শিবিরকে!