HomeBharatNorth East Indiaবিরোধী জোটের রাজনীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বিরোধী জোটের রাজনীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

গুয়াহাটি, ১১ নভেম্বর — অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sharma) আজ কংগ্রেস ও বিরোধী জোটের রাজনীতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন। এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “কংগ্রেস আজ যা করছে, তা দেখে আমি সত্যিই লজ্জিত। একসময় যে দল ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, আজ সেই দলটি নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ এবং সভ্যতাকে অস্বীকার করছে। তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।”

তিনি বলেন, ভারতীয় পরিচয়ের সঙ্গে ধুতি-লুঙ্গির মতো ঐতিহ্যবাহী পোশাক গভীরভাবে যুক্ত। “কংগ্রেসের কিছু নেতা আজ সেই ঐতিহ্য উপহাস করছেন,”— মন্তব্য মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, যেসব রাজনৈতিক দল নিজের শিকড়কে অস্বীকার করে, তারা দীর্ঘদিন জনগণের মনে জায়গা ধরে রাখতে পারে না।

   

ড. শর্মা অভিযোগ করেন, “আজকের কংগ্রেস নৈতিকভাবে দেউলিয়া। যে দল একসময় ভারতের জাতীয় চেতনার প্রতীক ছিল, আজ সেটি বিভাজন, বিভ্রান্তি ও ঘৃণার রাজনীতিতে জড়িয়ে গেছে। বিদেশি চিন্তাধারার প্রভাবে তাদের রাজনৈতিক অবস্থান বদলে গেছে।”

বিরোধী জোট নিয়েও মুখ্যমন্ত্রী সমালোচনার সুরে বলেন, “এটা কোনও নীতির জোট নয়, সুবিধাবাদের জোট। লক্ষ্য জনগণের কল্যাণ নয়— নিজেদের চেয়ার বাঁচানো। মতাদর্শ আলাদা, কিন্তু একমাত্র লক্ষ্য মোদী-বিরোধিতা।”

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন, আত্মনির্ভরতা এবং সাংস্কৃতিক গৌরবের পথে এগোচ্ছে। তাঁর কথায়, “কংগ্রেস ও তাদের সহযোগীরা দেশের অগ্রগতিতে কাঁটা বিছানোর চেষ্টা করছে। তারা ভয় দেখাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।”

মুখ্যমন্ত্রী বলেন, “জনগণ আজ বুঝে গেছে— কে দেশের জন্য কাজ করছে, আর কে কেবল কথা বলছে। যারা নিজের দেশ, সংস্কৃতি ও সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ইতিহাসও তাদের ক্ষমা করে না।”

শেষে তিনি কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, “কংগ্রেস এখন ইতিহাসের একটি অধ্যায়, ভবিষ্যৎ নয়। যারা ভারতীয় সংস্কৃতিকে অস্বীকার করে, তারা শেষ পর্যন্ত নিজেদের রাজনৈতিক অস্তিত্বও হারাবে। জনগণ তাদের ভুলে গেছে— কারণ তারা ভারতকে ভুলে গেছে।”

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular