টুইন টাওয়ার বিস্ফোরণে ধস নামবে, প্রবল দূষণের মুখে নয়ডা

রবিবারই ধূলিসাৎ করা হবে নয়ডার টুইন টাওয়ার (Noida twin tower)। ইতিমধ্যে পুলিশের তরফে খালি করা হয়েছে এলাকা। সেইসঙ্গে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যান…

রবিবারই ধূলিসাৎ করা হবে নয়ডার টুইন টাওয়ার (Noida twin tower)। ইতিমধ্যে পুলিশের তরফে খালি করা হয়েছে এলাকা। সেইসঙ্গে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। এর পাশাপাশি দূষণের দিকেও নজর রাখা হয়েছে।

বিপুল ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হবে জোড়া ইমারত। জানা গিয়েছে, মাত্র ৯ সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে যাবে অ্যাপেক্স ও সিয়েন। অ্যাপেক্সের উচ্চতা ১০২ মিটার ও সিয়েনের উচ্চতা ৯২ মিটার। ট্রাফগিকের ডিসিপি গণেশ প্রসাদ সাহা জানিয়েছেন, যে কোনও জরুরি পরিস্থিতিতে নজর দেওয়ার জন্য একটি গ্রিন করিডোর স্থাপন করা হয়েছে। এই এলাকায় ট্রাফিক ডাইভারশন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ডিসিপি সেন্ট্রাল রাজেশ এস জানিয়েছেম ৫৬০ জন পুলিশ কর্মী, রিজার্ভ ফোর্সের ১০০ জন, ৪টি কুইক রেসপন্স টিম ও এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। ট্রাফিক ডাইভারশন পয়েন্ট সক্রিয় করা হয়েছে। দুপুর ২.১৫ নাগাদ বিস্ফোরণের ঠিক আগে এক্সপ্রেসওয়েটি কেবল বন্ধ করে দেওয়া হবে। এটি বিস্ফোরণের আধ ঘন্টা পরে খোলা হবে, শীঘ্রই ধুলো স্থির হয়ে যাবে।