ভোটে জিততে কাউকে অসম্মান করা উচিৎ নয়: RJD প্রার্থী

পাটনা: বিহারের বিধানভা নির্বাচনের (Bihar Assembly Election) দিন যত ঘনিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে মান-অপমানের পালা। রাহুলের “ভোটের জন্য প্রধানমন্ত্রী মঞ্চে নাচতেও পারেন”, মন্তব্য নিয়ে বিতর্ক-অভিযোগের আবহে ছাপড়ার আরজেডি (RJD) প্রার্থী তথা ভোজপুরি গায়ক খেসারি লাল যাদবকে (Khesari lal Yadav) ‘নাচানিয়া’ বলে মন্তব্য করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (Samrat Choudhary)।

Advertisements

উপ-মুখ্যমন্ত্রীকে ‘বড় দাদা’ বলে উল্লেখ করেন নম্র ভাবেই অসম্মানের জবাব দিলেন ছাপড়ার আরজেডি প্রার্থী খেসারি লাল যাদব (Khesari lal Yadav) । শুক্রবার তিনি বলেন, “ভোটে জেতার জন্য কাউকে অসম্মান করা উচিৎ না। যে কোনও কাজ করেনি, তাঁর কথার কোনও দাম নেই। কিন্তু যিনি কাজ করেছেন, তাঁর প্রতিটা বাক্যের যথেষ্ট গুরুত্ব আছে। কেউ যদি আমাকে নাচানিয়া (নর্তক) বলেন, তাতে কোনও অসুবিধা নেই। উনি আমার বড় দাদার মত।”

   

এরপর নম্রভাবেই উপ-মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়ে ভোজপুরি গায়ক বলেন, “কেবলমাত্র ভোটে জিততে কাউকে অসম্মান করা উচিৎ না। নিজের কথার উপর সংযম থাকা উচিৎ। কেননা, সমাজের মানুষ আপনার কথা শনে, আপনাকে শ্রদ্ধা করে। তাই ভবিষ্যৎ প্রজন্ম আপনার থেকে যেন এই ধরণের অপশব্দ ব্যবহার না শেখে, সেই দিকে আপনারই লক্ষ্য রাখা উচিৎ”।

Advertisements

এরপর বিজেপির (BJP) রাজনীতি নিয়ে আরজেডি প্রার্থী তথা ভোজপুরি গায়ক মন্তব্য করেন, “বিজেপি নেতারা কেবলমাত্র দলে তাঁদের স্থান নিয়েই চিন্তা করেন। কিন্তু আমি সম্পর্ককে সবার আগে রাখি।” মূলত বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির (Manoj Tiwari) সঙ্গে সম্পর্ককেই ইঙ্গিত করেন কেসারি।

তিনি বলেন, অনেকের কাছেই ‘ডলের গুরুত্ব বেশি, আমার কাছে সম্পর্কের। আমি আগে মনোজ তিওয়ারি এবং বিজেপি উভয়ের হয়েই নির্বাচনী প্রচার করেছি। সর্বদা আমার বড় দাদাদের সম্মান করি। কিন্তু আজ আমি ভোজপুরি ইন্ডাস্ট্রির বাইরে নিজের এক ভিন্ন পরিচয় তৈরি করার চেষ্টা করছি। হয়ত সেই জন্যই ওনাদের চক্ষুশূল হয়ে গেছি”।